স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মধ্যে মাঠের ভেতরের লড়াইয়ের কথা তো সবারই জানা রয়েছে। কিন্তু মাঠের ভেতরের পাশা পাশি মাঠের বাইরেও তাদের দু’জনের লড়াই জমে উঠেছে। পৃথিবীর সবচেয়ে দামী গাড়ির জন্য দুই জনের মধ্যেও লড়াই শুরু হয়ে গিয়েছে। এবং এই লড়াইতেও মেসি টপকে গিয়েছেন রোনালদোকে।
মাঠের ভেতরে খেলতে নেমে যেমন মেসি গোল দিয়ে হারিয়ে দেন রোনালদোকে। তেমনি বর্তমানের সবচেয়ে দামী গাড়ি কিনে মেসি এই লড়াইতে হারিয়ে দিলেন রোনালদোকে। তবে এই গাড়িটিকে শহরের রাজপথে চলতে দেখা যাবে না। এটা পুরোদস্তুর একটি রেসিং কার।
ফেরারি ৩৩৫ স্পাইডার স্ক্যাগলিয়েতির জন্য মেসি ২৪.৮ মিলিয়ন পাউন্ড খরচ করেছেন বলে শোনা যাচ্ছে। ফেরারি গাড়িটিকে নিলামে তোলা হয়েছিল। আর সেই গাড়ি কেনার জন্য দর হাঁকিয়েছিলেন মেসি ও রোনালদো উভয়েই। শেষে মেসি হারিয়ে দেন সিআর সেভেনকে।
উল্লেখ্য স্যার স্টারলিং মস, ১৯৫৮ সালে কিউবা গ্রাঁ প্রি জিতেছিলেন এই গাড়ি নিয়ে।
ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই