বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৬, ০৬:৫৭:৫০

নেইমারের সম্পর্ক বন্ধুত্বের চেয়েও আরো গভীর : মিস ওয়ার্ল্ড

নেইমারের সম্পর্ক বন্ধুত্বের চেয়েও আরো গভীর : মিস ওয়ার্ল্ড

স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার স্পেনের একটি পত্রিকা দাবি করেছে, গত কয়েক মাস ধরে এই সুন্দরীর সঙ্গে বিভিন্ন জায়গায় দেখা গেছে ব্রাজিলীয় তারকাকে। ব্রুনা মাহ্‌কুইজির সঙ্গে বিচ্ছেদের স্মৃতি কি তাকে এখনো পীড়া দেয়?

খুব কঠিন প্রশ্ন, যা নিয়ে স্বয়ং নেইমার দ্য সিলভা স্যান্টোস জুনিয়র একটি বাক্যও খরচ করেননি।  কিন্তু বার্সেলোনা তারকার ‘প্লে-বয়’ ইমেজ এটা বুঝিয়ে দিয়েছে যে, ব্রাজিলীয় মডেল-অভিনেত্রী তার কাছে এখন নিছক অতীত ছাড়া আর কিছুই নয়।

গত শনিবারই় স্পেনের মিস ওয়ার্ল্ড মিরেইয়া লালাগুনার সঙ্গে একটি রেস্তোরাঁয় দেখা গেছে নেমাইরকে, যে ছবিটি ওই স্প্যানিশ মডেল সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পোস্টও করেছেন।

ফলে ব্রাজিলীয় তারকার নতুন রোম্যান্স নিয়ে কৌতূহলী হয়ে উঠেছে স্পেনের সংবাদমাধ্যম।

মঙ্গলবার স্পেনের একটি পত্রিকা দাবি করেছে, গত কয়েক মাস ধরে এই সুন্দরীর সঙ্গে বিভিন্ন জায়গায় দেখা গেছে নেইমারকে।  বার্সেলোনার অন্ধ ভক্ত এই স্প্যানিশ মডেল নেইমারের আমন্ত্রণে ক্যাম্প ন্যু’তে এসে ম্যাচ দেখেও গেছেন।

এমনকী চ্যাম্পিয়ন্স লিগ হাতে নিয়ে ছবিও তুলেছেন।  নেমার মুখ না খুললেও মিরেইয়া সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, আমার সঙ্গে নেইমারের সম্পর্ক বন্ধুত্বের চেয়েও বেশি গভীর।  ওর সাহচর্য উপভোগ করি।  তার এ মন্তব্যে জল্পনা আরো বেড়েছে।

কিন্তু প্রশ্ন উঠছে, মার্কিন মডেল কেন্ডল জেনার গত মাসে যেভাবে প্রকাশ্যে তার সঙ্গে নেইমারের অন্তরঙ্গতার কথা জানিয়ে টুইটারে ছবি পোস্ট করেছিলেন, সেই সম্পর্কে কি চিড় ধরেছে? নাকি নেইমার বন্ধুত্বের খাতিরেই জেনারের সঙ্গে সম্পর্ক ধরে রাখতে চান?

মিরেইয়ার এক ঘনিষ্ঠ বন্ধু বলেছেন, নেইমারের সঙ্গে ওর সম্পর্ক কিন্তু নিবিড় হয়ে উঠেছে।  দেখে মনে হয়, ওরা একে অপরের জন্যই তৈরি হয়েছে।
 ১০ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে