বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৬, ০৭:০২:০৫

টি-২০ বিশ্বকাপে পাকিস্তান দলে নতুন মুখের ছড়াছড়ি

টি-২০ বিশ্বকাপে পাকিস্তান দলে নতুন মুখের ছড়াছড়ি

স্পোর্টস ডেস্ক : খুরাম মনজুর নামের একজন নতুন খেলােয়ারকে আসন্ন টি-২০ বিশ্বকাপে পাকিস্তান দলে রাখা হয়েছে। অথচ দেশের হয়ে কোনোদিন টি-২০ খেলেননি তিনি। পাকিস্তানের ক্রিকেট লিগেও (পিএসএল) কোনো ক্লাব তাকে কেনেনি। অথচ দলে রাখা হল না আহমেদ শেহজাদের মতো একজন অভিজ্ঞ খেলোয়ারকে। পাকিস্তানের বিশ্বকাপ দলে এমনই সব চমক থাকছে এবারের টি-২০ বিশ্বকাপে।

জানা যায়, এমন আরাে দুই ক্রিকেটারকে দলে রাখা হয়েছে যারা কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। তারা হলেন মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ নওয়াজ, অলরাউন্ডার রুমান রাইস। আবার এমন দুই ক্রিকেটারকে দলে রাখা হয়েছে যারা কোনো দিন দেশের হয়ে একটি টি-২০ও খেলেননি। তারা হলেন ব্যাটসম্যান বাবর আজম, ও খুরাম মনজুর।

তবে এ দলের নেতৃত্বে দেবেন শাহিদ আফ্রিদি। দলে রাখা হয়েছে কেলেঙ্কারিতে অভিযুক্ত হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা মোহাম্মদ আমেরকে। দীর্ঘকায় পেস বোলার মোহাম্মদ ইরফান। ডোপ কেলেঙ্কারিতে ইয়াসির শাহ সাসপেন্ড হওয়ায় দলের স্পিন আক্রমণ বেশ দুর্বল। তবে আমের, রিয়াজ, ইরফানের মত তিন পেস বোলারের দলে উপস্থিতি পাক বোলিং আক্রমণকে দারুণ শক্তিশালী দেখাচ্ছে। বিশ্বকাপ দলে খেলতে দেখা যাবে সাবেক অধিনায়ক শোয়েব মালিককেও। এই একই দল আসন্ন এশিয়া কাপেও খেলবে।

তবে দলগঠন হয়ে গেলেও নিরাপত্তা ইস্যুতে পাকিস্তান দল ভারতে বিশ্বকাপ খেলতে আসবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত ঝুলিয়ে রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

পাকিস্তান দলে থাকছেন যেসব ক্রিকেটার- শহিদ আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, উমর আকমল, সারফারাজ আহমেদ, বাবর আজম, ইফতিকার আহমেদ, ইমাদ ওয়াসিম, আনোয়ার আলি, মোহাম্মদ ইরফান, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির, মোহাম্মদ নওয়াজ, খুরাম মনজুর, রুমান রাইস।
ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে