বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৬, ০৭:২৭:৩১

দৃষ্টিহীন, কিন্তু মনের জোরে সফল

দৃষ্টিহীন, কিন্তু মনের জোরে সফল

স্পোর্টস ডেস্ক : জন্ম থেকেই দৃষ্টিহীন, কিন্তু মনের জোরে সফল।  কখনো আলো দেখেননি তিনি।  সমুদ্রকে কেমন দেখতে হয় তাও জানা নেই তার। কিন্তু সে সমুদ্রকে অনুভব করতে পারে।  

অনুভব করতে পারে প্রতিটি ঢেউকে। সেই অনুভব আর মনের জোরকে ভরসা করেই এগিয়ে যায় ঢেউ ভাঙতে ভাঙতে।  মেতে ওঠে ঢেউ ভাঙার খেলার।  নাম ডেরেক রাবেলো।  সবরকম শারীরিক প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে আজ সে সফল পেশাদার সার্ফার।

কিন্তু কীভাবে এও সম্ভব? শুনব তারই মুখে।  জিনিউজের এক প্রতিবেদনে তাই জানা গেল।

রাবেলো বলে, প্রত্যেকটা ঢেউয়ের একটা নিজস্ব আওয়াজ আছে।  আমি সেই আওয়াজ শুনেই এগোই।  সফলতার আনন্দ চোখেমুখে উপছে পড়ছে। আমার জন্মের আগেই বাবা ঠিক করেছিল আমায় সার্ফার বানাবে।  নামও রাখা হয়েছিল হাওয়াইয়ের প্রথম বিশ্ব সার্ফার চ্যাম্পিয়নের নামে।  

জন্ম থেকে গ্লুকোমা রাবেলোর।  এই গ্লুকোমাই কেড়ে নিয়েছে তার দৃষ্টিশক্তি। বয়স তখন সবে ১৭। সার্ফার হওয়ার জেদটা মাথায় চেপে বসে রাবেলোর। শুরু হয় সংগ্রাম।

রাবেলো বলে চলে, রোজ সকালে উঠে আমি আর বাবা মিলে চলে যেতাম সমুদ্রের ধারে।  বাবা সবসময় আমাকে উত্সাহ জুগিয়েছেন।  সাহায্য করেছেন সবরকম প্রতিকূলতাকে জয় করতে।  

তখন থেকেই শুরু হয়েছে ঢেউয়ের আওয়াজ শুনে সার্ফ নিয়ে এগোনোর নেশা।  ঘণ্টার পর ঘণ্টা, অবশেষে সাফল্য।  জন্মান্ধ হয়েও আজ ডেরেক রাবেলো সফল পেশাদার সার্ফার।

তবে এখানেই থামবেন না বলে সাফ জানালেন আত্মবিশ্বাসী রাবেলো।   এরপরের লক্ষ্য তার বরফের মাঝে স্কেটিং।
১০ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে