স্পোর্টস ডেস্ক : বাড়ির ছাদে ভারতের পতাকা উত্তোলন করে গ্রেফতার হওয়া ব্যাটসম্যান বিরাট কোহলির ‘অন্ধ-ভক্ত’ পাকিস্তানি যুবকের জামিন এখনো অধরাই রয়েগেলাে। মঙ্গলবার মামলার শুনানি দিন দার্যকরা হলেও, বিচারক এই মামলার রায়দিতে দেরি করছেন বলে জানা যায়।
পেশায় দর্জি দরাজ নামে ২২ বছরের ওই যুবককে অনেকটা দেখতে তার ‘আইডল’ কোহলির মতোই। সম্প্রতি, পাকিস্তানের পঞ্জাব প্রদেশের ওকারা জেলায় নিজের বাড়ির ছাদে ভারতের পতাকা উত্তোলন করেন দরাজ। এই অপরাধে গত ২৫ তারিখ তাকে গ্রেফতার করে পাকিস্তান পুলিশ। তার বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ আনা হয়। অভিযোগ প্রমাণিত হলে দরাজের সর্বাধিক ১০ বছর সশ্রম কারাদণ্ড হতে পারে বলে মনে করা হচ্ছে।
শুনানিতে দরাজের আইনজীবি জানান, তার মক্কেল স্রেফ কোহলি-ভক্ত। কিছু না বুঝেই তিনি এই কাণ্ড ঘটিয়েছেন। তার দাবি, ফুটবল বিশ্বপাকের সময় অনেকেই ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকা বাড়িতে উত্তোলন করে থাকেন। তখন কেউ কিছু মনে করেন না। কারণ, বিষয়টি পুরোটাই খেলার অঙ্গ হিসেবেই দেখা উচিত। দরাজের হয়ে ময়দানে নেমেছেন কয়েকজন সাংবাদিক এবং সমাজকর্মীও। তারাও একসুরে বলেছেন, এই যুবক স্রেফ ক্রিকেট-ভক্ত ছাড়া কিছুই নয়।
ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই