বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:৩৬:৫৯

এশিয়া কাপে তামিমের পরিবর্তে খেলবেন ইমরুল কায়েস

এশিয়া কাপে তামিমের পরিবর্তে খেলবেন ইমরুল কায়েস

স্পোর্টস ডেস্ক: আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে বসছে ক্রিকেটবিশ্বে সর্বোচ্চ জনপ্রিয় ফরম্যাট টি-টোয়েন্টি এশিয়া কাপ। এই র্টর্নামেন্টে খেলা হচ্ছে না বাংলাদেশ দলের হার্ট হিটার ব্যাটসম্যান তামিম ইকবালের। তার পরিবর্তে দলের জায়গা পেয়েছেন ইমরুল কায়েস।

বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পক্ষে থেকে জানান গেছে, এ টুর্নামেন্ট শুরুর দিকে সন্তান সম্ভাব্যময় স্ত্রীর পাশে থাকতে চান তামিম। তাই এশিয়া কাপে তামিমের জায়গায় অন্তর্ভুক্ত হয়েছেন ইমরুল কায়েস। তামিমের সন্তান ভূমিষ্ঠ হবার সম্ভাব্য তারিখ ২ মার্চ। তবে শেষ দিকে এসে হলেও এশিয়া কাপে খেলতে চেয়েছিলেন তামিম।

ইমরুল কায়েস এ পর্যন্ত ৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এ ছাড়াও বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে দুর্দান্ত ব্যাট করেছেন এই বাঁহাতি ওপেনার। ৩০০ শর্তের বেশি রান করে এবারের আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় আছেন দুই নাম্বারে।
১০ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে