স্পোর্টস ডেস্ক: আগামী মাস থেকে ভারতে বসবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের বিগ ফরম্যাট। আর ফরম্যাটের জন্য বুধবার শহীদ আফ্রিদিকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড(পিসিবি। শহীদ আফ্রিদির দলে জায়গা হয়নি পাকিস্তানের অন্যতম মারকুটে তারকা ব্যাটসম্যান আহমেদ শেহজাদের। এ ছাড়াও আফ্রিদির দলে জায়গা পাননি তারকা পেসার উমর গুল ও ব্যাটসম্যান শোয়াইব মাকসুদও।
বুধবারের এ ঘোষিত স্কোয়াডে দলে সুযোগ দেয়া হয়েছে আনকোরা চার ক্রিকেটারকে। ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে ডাক পেয়েছেন তরুণ ব্যাটসম্যান খুররম মনজুর, বাবার আজম, পেসার রুম্মান রইস ও অল রাউন্ডার মোহাম্মদ নাওয়াজ।
পাকিস্তান দল: শহীদ আফ্রিদি(অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, উমর আকমল, সরফরাজ আহমেদ, বাবর আজম, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, আনোয়ার আলী, মোহাম্মদ ইরফান, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির, মোহাম্মদ নাওয়াজ, খুররম মনজুর ও রুম্মান রইস।
১০ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস