স্পোর্টস ডেস্ক: ভারতের মাটিতে আগামী ৮ মার্চ শুরু হবে বিশ্বকাপের ষষ্ঠ আসর। আসন্ন টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের বাংলাদেশ নারী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। এ টুর্নামেন্টে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে ভারত, ইংল্যান্ড, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দলকে।
বাংলাদেশের প্রথম ম্যাচ ১৫ মার্চ ভারতের বিপক্ষে। এরপর ১৭ মার্চ সালমা বাহিনী খেলবেন ইংল্যান্ডের বিপক্ষে। ২০ মার্চ ওয়েস্ট ইন্ডিজ এবং ২৪ মার্চ পাকিস্তানের বিপক্ষে খেলবেন বাংলাদেশের নারীরা।
বাংলাদেশের নারীদের বিশ্বকাপ স্কোয়াড: সালমা খাতুন, ফারজানা হক, রুমানা হক, লতা মন্ডল, পান্না ঘোষ, ফাহিমা খাতুন, জাহানারা আলম, আয়েশা রহমান, রিতু মনি, শারমিন আক্তার সুপ্তা, নিগার সুলতানা, খাদিজা-তুল-কোবরা, শায়লা শারমিন, নাহিদা আক্তার ও সানজিদা ইসলাম।
১০ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস