স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের মাটিতে এশিয়া কাপ খেলতে আসার আগেই গতকাল সফরকারী শ্রীলঙ্কার কাছে ৩টি টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হেরে আইসিসি টি-টোয়েন্টি র্যাংঙ্কিংয়ে পতন হয়েছে। সদ্য অস্ট্রেলিয়ার মাটিতে ৩-০ টি-২০ সিরিজ জেতার পর আইসিসি টি-টোয়েন্টি র্যাংঙ্কিংয়ে এক নাম্বারে চলে আসেন ধোনিরা। কিন্তু শ্রীলঙ্কার কাছে গতকাল ০-১ তে হেরে শীর্ষ স্থান হারাতে শুরু করেছে ভারত। এক নাম্বারে চলে গেল শ্রীলঙ্কার৷আর তিনে নেমে গেল ভারত৷
কিছুদিন আগে অস্ট্রেলিয়া সফর গিয়ে আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ের উন্নতি করেন ধোনিরা। আইসিসির টি-টোয়েন্টি র্যাংকিং প্রকাশ হবে ভারত-শ্রীলঙ্কা সিরিজ পর। কিন্তু তাই আগে ভারতের এ জায়গাটা নড়বড়ে। যদি শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ হারে এক ধাক্কায় ভারত নেমে যাবে এক নাম্বার থেকে সাতে। ভারত ৩-০ তে সিরিজ জিতে নেয় তাহলে স্বাভাবিকভাবেই শীর্ষ স্থানেই থাকবে ভারত। অপরদিকে শ্রীলঙ্কা তিন থেকে নেমে যাবে সাতে।
দ্বিতীয়ত, ভারত যদি ২-১এ সিরিজ জেতে তাহলেও তাদের শীর্ষস্থান অক্ষুণ্ন থাকবে। কিন্তু শ্রীলঙ্কার র্যাংকিংয়ে পরিবর্তন হবে, উঠে যাবে চারে। আবার শ্রীলঙ্কা যদি ৩-০ তে কিংবা ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় তাহলে এক ধাক্কায় ভারত নেমে যাবে সাত নম্বরে। এই ক্ষেত্রে শ্রীলঙ্কা উঠে আসবে শীর্ষে।
১০ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস