বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:১০:০৮

বিশ্বযুদ্ধে নামার আগে ধোনির হাতে নয়া অস্ত্র

 বিশ্বযুদ্ধে নামার আগে ধোনির হাতে নয়া অস্ত্র

স্পোর্টস ডেস্ক : শক্তি সঞ্চয়ে আরেক অস্ত্র।  সেই অস্ত্রে কপোকাত করতে চায় ধোনি বাহিনী।  বিশ্বযুদ্ধে নামার আগে ক্যাপ্টেন কুলের হাতে এবার নয়া অস্ত্র৷

আরো ভাল স্ট্রোক প্লে খেলার জন্য তৈরি নয়া ব্যাট৷ যাতে জোরাল শটস্ যাতে নেয়া যায়, সেজন্য বড় স্যুইপ স্পট রাখা হয়েছে ব্যাটে৷

অস্ট্রেলিয়া সফরের সময়ই এটি আনাতে দিয়েছিলেন মাহি৷ এর আগে ক্রিস গেইলের জন্য বিশেষ ব্যাট বানিয়েছিল এর প্রস্তুতকারক সংস্থা৷

এবার ধোনির জন্য আর্মি ব্যাট৷ টি-২০ বিশ্বকাপে কি মাহির ব্যাটে দেখা যাবে রানের বন্যা? সে অপেক্ষায়  ক্রিকেটভক্তরা৷
১০ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে