বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৬, ০৪:০৫:৩৬

ছিঃ, জাতীয় সংগীতের সময় একি করলেন অসি ক্রিকেটার!

ছিঃ, জাতীয় সংগীতের সময় একি করলেন অসি ক্রিকেটার!

স্পোর্টস ডেস্ক : মাত্র একটা ছোট্ট ভিডিও ফুটেজ। আর সেটা নিয়েই আপাতত বিতর্কে সরগরম ক্রিকেট বিশ্ব। গত সপ্তাহে নিউজিল্যান্ডের সঙ্গে দ্বিতীয় ওয়ান ডে শুরু হওয়ার আগে মাঠে জাতীয় সঙ্গীত গাইছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।

সেখানেই সতীর্থ অ্যাডাম জাম্পার পিছনে হাত দিয়ে অদ্ভুত অঙ্গভঙ্গি করার সময় ক্যামেরায় ধরা পড়ে যান অজি ব্যাটসম্যান উসমান খোজা। নিউজিল্যান্ডের স্পোর্টস শো ‘দ্য ক্রাউড গোজ ওয়াইল্ড’ ১২ সেকেন্ডের এই ভিডিও গত বুধবার পোস্ট করে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে। তার পর থেকেই ভাইরাল এই ভিডিও। বির্তকের কেন্দ্রে খোজা।

অবশ্য, এ সব করে দমেননি উসমান খোয়াজা। টুইট করে বলেছেন ‘‘হাঃ, হাঃ, বুঝিনি ক্যামেরাটা পিছনে ছিল।’’

কী করেছিলেন খোজা, যা নিয়ে এত হইচই? সেই ভিডিও ফুটেজ দেখে যায়, দলের সবাইকে জাতীয় সংগীতের সময় একে অন্যে পিঠে হাত রেখে গাইলেও, খোজা সতীর্থ জাম্পার পিঠের থেকে নিচু একটি বিশেষ জায়গায় হাত রেখে অদ্ভুত অঙ্গভঙ্গি করে। এই ভিডিও প্রচার হওয়া পরপরই শুধু বিশ্ব ক্রিকেটে নয় এমনকি অস্ট্রেলিয়া জুড়ে বিতর্কের সৃষ্টি হয়েছে।
১১ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে