বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৬, ০৪:৩৯:৩৮

ধোনিকে অপছন্দ করার প্রধান পাঁচটি কারণ!

ধোনিকে অপছন্দ করার প্রধান পাঁচটি কারণ!

স্পোর্টস ডেস্ক : মহেন্দ্র সিংহ ধোনি, ভারতীয় ক্রিকেটের একটি অন্যতম নাম। ১৫ বছর কেরিয়ারে দু-দুটি বিশ্বকাপ ছাড়াও আরও অনেক অনেক বলার মতো অবদান আছে। ব্যাট হাতে ফিনিশার হিসাবে ‘ক্যাপ্টেন কুল’ প্রথম সারিতেই থাকবেন। তবুও সমালোচনার তীর শানিয়েই আছে তার দিকে।  কখনও সমালোচকদের হেলিকপ্টার শটে ওভার বাউন্ডারি মেরে জবাবটা দিয়েছেন। কখনও এড়িয়ে গেছেন। এমন পাঁচটি সমালোচনা:

সিনিয়র খেলোয়াড়দের গুরুত্ব না দেওয়া : ২০১১ বিশ্বকাপ জয়ী গাম্ভীর, শেহবাগ, জাহির খান, হরভজন সিংহ, এমন কী যুবরাজ সিংহকেও দলে নেওয়ার ক্ষেত্রে ধোনি উদাসীন বলে অভিযোগ।

প্রত্যাশা ভঙ্গ : সৌরভ গাঙ্গুলী ছাড়া ভারতের বাকি অধিনায়কদের বিদেশের মাটিতে সিরিজ জয়ের রেকর্ড খুব একটা ভাল নয়। ২০০৮ সালে অনিল কুম্বলের পর ধোনি অধিনায়ক হলে তার উপর প্রত্যাশা অনেক বেশি বেড়ে যায়। কিন্তু শেষমেশ সেই প্রত্যাশা পূরণ করতে পারেননি মহেন্দ্র সিংহ ধোনি।

দলকরণ : আইপিএলে চেন্নাই সুপার কিংসে অধিনায়ক ছিলেন ধোনি। জাতীয় দলের ক্যাপ্টেন হিসেবে তার পুরনো আইপিএল টিমের বেশ কয়েক জন ক্রিকেটারকে বেশি গুরুত্ব দিয়েছেন বলে অভিযোগ।

স্বজনপ্রীতি : খারাপ হোক তবু কাছের লোক। রবীন্দ্র জাদেজা দীর্ঘদিন ধরে খারাপ পারফরমেন্সে রয়েছেন, তবুও কারও জায়গা হোক না হোক ‘স্যার’-এর জায়গা পাকা। মাথার উপর মহেন্দ্র সিংহ ধোনির আশির্বাদ রয়েছে যে! এমন অভিযোগ বারবার উঠে এসেছে।

ফিনিশার : ক্রিকেটে নম্বর ওয়ান ফিনিশার যদি কেউ থাকেন, তাহলে মহেন্দ্র সিংহ ধোনির নাম প্রথম সারিতে। কিন্তু শেষ কয়েকটি ম্যাচ খুব ক্লোজ রানে হারার দায় ধোনিকেই বইতে হয়েছে। অনেকেই বলতে শুরু করেছেন, ‘অনেক হল এ বার এসো…’।

১১ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে