বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:৫৪:১১

আইপিএল খেলায় নিষেধাজ্ঞা?

আইপিএল খেলায় নিষেধাজ্ঞা?

স্পোর্টস ডেস্ক : বয়স ভাঁড়ানো নিয়ে জেরবার হয়ে পড়া ক্রিকেটমহলের কাছে রাহুল দ্রাবিড়ের যে প্রস্তাব ছিল, তাতে সিলমোহর লাগিয়ে দিলেন মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি দিলীপ বেঙ্গসরকার৷

দ্রাবিড় মনে করেন, অবিলম্বে অনূর্ধ্ব ১৯ ক্রিকেটারদের আইপিএলে খেলা বন্ধ করে দেওয়া উচিত৷ আইপিএল খেলার লোভে বহু ক্রিকেটার বয়স ভাঁড়িয়ে দেশের নানা প্রান্তে নানা প্রতিযোগিতায় খেলছে৷

বেঙ্গসরকার পরিষ্কার জানিয়ে দিলেন, মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন কড়া হাতে বয়স ভাঁড়ানো বন্ধ করবে, ‘গ্রাম থেকে এক-একজন ক্রিকেটার ৩-৪টে করে বার্থ সার্টিফিকেট নিয়ে শহরে পৌঁছে যাচ্ছে৷ এর ফলে, সত্যিকারের অনূর্ধ্ব ১৯ ক্রিকেটাররা গায়ের জোরে পেরে উঠছে না ওই ক্রিকেটারদের সঙ্গে, যাদের বয়স ১৯-এর অনেক বেশি৷’

রাহুল দ্রাবিড় এ কারণেই অনূর্ধ্ব ১৯ ক্রিকেটারদের আইপিএল থেকে বাদ দিতে চাইছেন৷ রাহুলের ধারণা, আইপিএলের হাতছানি না থাকলে, বয়স ভাঁড়ানোর ব্যাপারটা কিছুটা হলেও কমবে৷ বেঙ্গসরকার যে কঠোর প্রতিক্রিয়া দিলেন, তাতে তিনি যে রাহুলের প্রস্তাবকে সমর্থন করছেন, তা বোঝা যাচ্ছে৷

১১ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে