বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৬, ০৮:৪০:০২

লাল-সবুজের মান রক্ষার্থে মাঠে নামছে টাইগার বাহিনী

লাল-সবুজের মান রক্ষার্থে মাঠে নামছে টাইগার বাহিনী

স্পোর্টস ডেস্ক:  এই প্রথমবারের মত বিশ্বের বড় কোন টুর্নামেন্টে সেমিফাইনাল খেলতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

বৃহস্পতিবার মিরপুর শেরে ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে মিরাজ বাহনী।

সেমিফাইনাল নিয়ে অধিনায়ক মিরাজের কন্ঠে আশার বানী।

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের সর্বশেষ প্রস্তুতি শেষে মেহেদী হাসান মিরাজ বলেন, ‘আমি খুব গর্বিত, প্রথমবারের মতো আমরা সেমিফাইনাল খেলছি। দলের সবাই বেশ রোমাঞ্চিত। এই ম্যাচটি জিতলেই আমরা ফাইনালে চলে যাব। তবে এটা আমাদের জন্য কোনো চাপের না। আমরা সবাই ভালো খেলতে মুখিয়ে আছি। যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি, অবশ্যই সফল হব।’

 
তবে মাঠে নামার আগে প্রতিশ্রুতি দিতে ভুলেননি এই টাইগার অধিনায়ক । বলেন, ‘সামর্থের সবকুটু দিয়ে নিজেদের সেরা ক্রিকেটাই খেলবে বাংলাদেশ। এছাড়া রোমাঞ্চিত কিংবা আবেগী হয়ে যাই তাহলে কিন্তু ম্যাচটি জিততে পারব না।’

এখন শুধু দেখার অপেক্ষা কি হতে চলছে আজকের হাই-ভোল্টেজ ম্যাচটিতে।
১১ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে