বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৬, ০৮:৫১:৫৩

ব্যাটিংয়ে বাংলাদেশে

ব্যাটিংয়ে বাংলাদেশে

স্পোর্টস ডেস্ক:  অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ যুব দলের বিপক্ষে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছন টাইগার দলের অধিনায়ক মিরাজ।

বৃহস্পতিবার মিরপুর শেরে ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সকাল নয়টায় শুরু হবে ম্যাচটি।

এই প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে খেলছে বাংলাদেশ। বিশ্বকাপের আগে দলের সাম্প্রতিক পারফরম্যান্স দলের প্রতি যে প্রত্যাশা বাড়িয়ে দিয়েছিলো, বিশ্বকাপের আসরে তা ধাপে ধাপে পুরণ করে চলেছে মেহেদি হাসান মিরাজের দল।

বাংলাদেশ দল: মেহেদি হাসান রানা, সাইফ হাসান, পিনাক ঘোষ, জয়রাজ শেখ, নাজমুল হাসান শান্ত, মেহেদি হাসান মিরাজ(অধিনায়ক), জাকির হাসান (উইকেটরক্ষক), মোহাম্মদ সাইফুদ্দিন, সাইদ সরকার, আরিফুল ইসলাম, সালেহ আহমেদ শাওন।
১১ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে