বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:৫৯:৩১

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে আইসিসি থেকে দুঃসংবাদ পেল পাকিস্তান

 টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে আইসিসি থেকে দুঃসংবাদ পেল পাকিস্তান

 

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আর কয় দিনইবা বাকি। এর আগে ক্রিকেট ভক্তদের সামনে হাজির হলো বিরক্তিকর খবর।

রাজনীতির বিষ যেন ক্রিকেটের আনন্দকে মাটির সাথে মিশিয়ে দিতে যাচ্ছে। ভারত ও পাকিস্তানের রাজনৈতিক প্রসঙ্গ নিয়ে নতুন করে কিছুই হয়তো বলার প্রয়োজন নেই।

৮ মার্চ থেকে ভারতে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশ নেয়াটা এমনিতেই ছিল অনিশ্চিত। তবে এরই মধ্যে পাকিস্তানকে আরো একটি দুঃসংবাদ দিয়েছে আইসিসি।

আর সেটি হলো, ভারতের পরিবর্তে বাংলাদেশ, শ্রীলঙ্কা বা আরব আমিরাতের মত নিরপেক্ষ দেশগুলোতে ভারত ও পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছে আইসিসি।

অন্যদিকে পাকিস্তানের ক্রিকেট বোর্ড ভারতে খেলতে না আসার বিষয়ে এখনো অটুট। এখন আফ্রিদিরা কিভাবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন সে প্রশ্ন দেখা দিয়েছে।

পাকিস্তানের সরকারকে অল্প সময়ের মধ্যে সিদ্ধান্ত নিতে বলেছে আইসিসি। পাকিস্তান ভারতে খেলতে না গেলে অন্যকোনো দেশকে সুযোগ দেয়ার বিষয়টি নিয়ে মিটিংয়ে বসবে আইসিসি।

এর আগে অস্ট্রেলিয়া বাংলাদেশে চলমান যুব বিশ্বকাপে অংশ নিতে আসেনি। তখন আয়্যারল্যান্ডকে সুযোগ দেয়া হয়। আর টি-টোয়েন্টি বিশ্বকাপেও দেখা যেতে পারে এমন কিছু।
১১ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে