বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:২২:১৩

শুরুর ধাক্কা সামলিয়ে সাবধানি বাংলাদেশ

শুরুর ধাক্কা সামলিয়ে সাবধানি বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ যুব দলের বিপক্ষে টসে জিতে ব্যাট করতে নেমে বেসামাল হয়ে পড়ে

বাংলাদেশ।

সাইফ হাসানের সঙ্গে উদ্ভোধনী ব্যাটসম্যান হয়ে নেমে দশ রানের মাথায় মাঠ ছাড়ে পিনাক ঘোষ। শুরুতে বেশ সর্তকবস্তায় এগোলেও ইন্ডিজ পেসার

ফাউলের বলে তুলে মারতে গিয়ে বাউন্ডারিতে ধরা পড়ে মাঠ ছাড়েন বাংলাদেশি এই হার্ড হিটার। এর পর মাঠে নামেন  সাইফ হোসেন। তিনিও

বেশিক্ষণ মাঠে থাকতে পারেননি। ব্যক্তিগত দশ রানের মাথায় সাজঘরে ফেরেন। তিনি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ১৪.৩  ওভারে ৬৫ রান।

উইকেট পড়েছে ৩ টি।

মাঠে রয়েছেন জাকির হোসেন (০) ও জয়রাজ শেখ (২৮)

বৃহস্পতিবার মিরপুর শেরে ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সকাল নয়টায় শুরু হবে ম্যাচটি। সকাল থেকে মাঠে অবছা কুয়াশা লক্ষ্য করা যায়। তাই

একটু বাড়তি সুবিধা পাচ্ছে সফরকারীরা।

এই প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে খেলছে বাংলাদেশ। বিশ্বকাপের আগে দলের সাম্প্রতিক পারফরম্যান্স দলের প্রতি যে প্রত্যাশা বাড়িয়ে

দিয়েছিলো, বিশ্বকাপের আসরে তা ধাপে ধাপে পুরণ করে চলেছে মেহেদি হাসান মিরাজের দল।

বাংলাদেশ দল: মেহেদি হাসান রানা, সাইফ হাসান, পিনাক ঘোষ, জয়রাজ শেখ, নাজমুল হাসান শান্ত, মেহেদি হাসান মিরাজ(অধিনায়ক), জাকির

হাসান (উইকেটরক্ষক), মোহাম্মদ সাইফুদ্দিন, সাইদ সরকার, আরিফুল ইসলাম, সালেহ আহমেদ শাওন।
১১ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে