স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের সেমিফাইনাল। কতটা গুরুত্বপূর্ণ এই আসর তা বলে শেষ করার নয়। মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে ক্রিকেটীয় লড়াইয়ে মেতে ওঠে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। কিন্তু শুরুটা মোটেই ভালো হয়নি মিরাজদের। ক্রিকেটপ্রেমীদের হতাশ করেন ৩ মূল ব্যাটসম্যান। বাংলাদেশকে বিপদের মুখে ঠেলে দিয়েছেন তারা।
ওপেনার পিনাক ঘোষ কোনো রান না করেই বিদায় নেন। নাজমুল হাসান শান্তও এদিন রানের দেখা পাননি। অন্যদিকে পিনাকের সাথে ব্যাট করতে নামা সাইফও হতাশ করেন দলকে।
দলের ৩ জন মূল ব্যাটসম্যান রান না পাওয়া চাপ রয়েছে বাংলাদেশ টিমে। মিডল অর্ডারের ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে খেলার চেষ্টা করছেন।
ক্যারিবীয় টিমকেও আনপ্রিডেকটিবল বলা যায়। হঠাৎ করেই জ্বলে ওঠা তাদের অভ্যাস। সব মিলিয়ে মিরপুরে কঠিন পরীক্ষায় বাংলাদেশ।
৩ উইকেট হারিয়ে ১৮ ওভার ৩ বল শেষে ৭২ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। বিশ্বকাপের ফাইনালে যাওয়ার জন্য এই চাপকে মোকাবেলা করে জয়ের কোনো বিকল্প নেই মিরাজদের সামনে।
১১ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর