স্পোর্টস ডেস্ক : টাইগারদের সামনে হাজির হয়েছে অনন্য এক ইতিহাস। চলছে বিশ্বকাপের লড়াই। এই লড়াই মূলতঃ শিরোপা জয়ের টার্গেটে।
বাংলাদেশের সামনে একটি বাধাও রয়েছে। আর এই বাধাটি টপকে যেতে পারলেই বাজিমাত দেখাবে বাংলাদেশ। কোনো বিশ্বকাপের আসরে বাংলাদেশের ফাইনাল খেলার সুযোগ পায়নি বাংলাদেশ।
এই লক্ষ্য পূরণ করার জন্য সংগ্রাম করছে বেঙ্গল টাইগাররা। তবে বাধা ক্যারিবীয়রাই। বৃহস্পতিবার বাংলাদেশের ব্যাটিং লাইনে ধস নামানোর চেষ্টায় অনেকটাই সফল হয় ওয়েস্ট ইন্ডিজ।
আত্মপ্রত্যয়ী বাংলাদেশ টিম। দলীয় অধিনায়ক মিরাজ ও মূল ব্যাটসম্যান জাকির হাল ধরেছেন টাইগার টিমের। সর্বশেষ রিপের্টে দলীয় রান ৪ উইকেট হারিয়ে ১০৬।
এই ঝুটিতে একটি বড় সংগ্রহ আসলেই স্বপ্ন পূরণের পথে অনেকটাই এগিয়ে যাবে বাংলাদেশ। তবে বাংলাদেশের ইতিহাস গড়ার জন্য হারিয়ে দিতে হবে ক্যারিবীয়দের।
মাঠে নামার আগে যুব টাইগাররা যেমনটা বলেছেন মাঠের চিত্রটা ঠিক কিন্ত তেমন নয়। ইতিহাস গড়ার জন্য কঠোর পরিশ্রমই করতে হবে মিরাজদের।
১১ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর