স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের দ্য হান্ড্রেডের ড্রাফটে নারী-পুরুষসহ ১৬ বাংলাদেশি ক্রিকেটার নাম লিখিয়েছেন। পুরুষ ক্রিকেটার রয়েছেন ১৫ জন, আর একমাত্র নারী ক্রিকেটার হিসেবে নাম লিখিয়েছেন জাহানারা আলম।
আগামী ২০ মার্চ লন্ডনে অনুষ্ঠিত হবে দ্য হান্ড্রেডের ড্রাফট। তার আগে মঙ্গলবার (৫ মার্চ) খেলোয়াড়দের নামের তালিকা প্রকাশ করেছে হান্ড্রেড। পুরুষদের টুর্নামেন্টের জন্য নিবন্ধন করেছেন ৩৮৯ জন বিদেশি ক্রিকেটার।
এবারের দ্য হান্ড্রেডের ড্রাফটে সর্বোচ্চ ১ লাখ ২৫ হাজার পাউন্ডে সাতজন বিদেশি ক্রিকেটার রয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ১ লাখের শ্রেণিতে আছেন নয়জন। তৃতীয় সর্বোচ্চ ৭৫ হাজার পাউন্ডের ক্রিকেটার রয়েছেন ১৪ জন।
৬০ হাজার পাউন্ড শ্রেণিতে আছেন বাংলাদেশের দুজন। তামিম ইকবালের সঙ্গে এই তালিকায় রয়েছেন বাংলাদেশের ওপেনার লিটন দাস। দুই পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের নাম এসেছে ৫০ হাজার পাউন্ড শ্রেণির তালিকায়। আর বাকি টাইগার ক্রিকেটারদের সর্বনিম্ন দাম উল্লেখ করা হয়নি। একমাত্র বাংলাদেশি নারী ক্রিকেটার জাহানারা আলমের সর্বনিম্ন মূল্যও জানানো হয়নি।
২০২১ সালে ইংল্যান্ডে শুরু হয় ১০০ বলের টুর্নামেন্ট দ্য হান্ড্রেড। এখন পর্যন্ত এই টুর্নামেন্টে কোন বাংলাদেশি ক্রিকেটার খেলেননি। পুরুষদের টুর্নামেন্টে বর্তমান চ্যাম্পিয়ন ওভাল ইনভিন্সিবলস। আর নারীদের বর্তমান চ্যাম্পিয়ন সাউদার্ন ব্রেভ। আগামী ২৩ জুন শুরু হবে দ্য হান্ড্রেডের নতুন আসর।