স্পোর্টস ডেস্ক : গল্পটা ক্ষোভ আর আক্ষেপের। টাইগারদের বিশ্বকাপ ভাগ্য নিয়ে কথা। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রসঙ্গে দেশের ক্রিকেট দলকে প্রশংসায় ভাসিয়েছে ক্রিকেট বিশ্বের প্রতিটি দেশ।
এবারের বিশ্বকাপে বাংলাদেশকে কে না প্রশংসায় ভাসিয়েছে? খোদ ক্যারিবীয়রাই বলেছেন আমাদের চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে।
ভারতের আনন্দ বাজার বলেছে বাংলাদেশের যুবারা কিন্তু বড়দের (বাশারদের) মত নয়। দেশটির জাতীয় দলের চেয়ে অনেক শক্তিশালী এই টিম।
কিন্তু এবার দেখা গেল রাতারাতিই যেন সব শেষ! খাদের কিনারায় বাংলাদেশের যুবারা। বৃহস্পতিবার ক্যারিবীয়দের বিপক্ষে খেলতে নামার পর একে একে উইকেট বিসর্জন দিতে থাকে ব্যাটসম্যানরা।
মিরপুরে ক্যারিবীয়দের বাধ ভাঙ্গা উল্লাস। আর গ্যালারিতে টাইগারপ্রেমীদের হায়-হতাশ। টাইগারদের সব আশায় কি শেষ হতে যাচ্ছে এখন? আর কয়েক ঘণ্টা পরেই আসবে কোনো একটি প্রতিউত্তর!
১১ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর