শুক্রবার, ০৮ মার্চ, ২০২৪, ১০:৪৪:৩৭

অবশেষে যিনি হচ্ছেন প্রধান কোচ!

অবশেষে যিনি হচ্ছেন প্রধান কোচ!

স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের প্রধান কোচ হিসেবে কাজ করছেন শেন ওয়াটসন।  তাছাড়া আইপিএল, মেজর লিগ ক্রিকেটেও কোচিং করানোর অভিজ্ঞতা আছে তার।

এবার সুযোগ আসতে পারে জাতীয় দলেও। পাকিস্তানের প্রধান কোচের দায়িত্ব পেতে যাচ্ছেন ওয়াটসন, এমনটাই দাবি করছে দেশটির একাধিক সংবাদমাধ্যম।

সামা টিভি জানিয়েছে, ওয়াটসনকে প্রস্তাব দেয়ার কথা ভাবছে পিসিবি। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বোর্ড প্রধান মহসিন রাজা নাকভি। গুঞ্জন আছে পিএসএলের পর ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে পাকিস্তানের প্রধান কোচের দায়িত্বে থাকতে পারেন ওয়াটসন।

এদিকে পাক প্যাশন জানাচ্ছে, অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটারের পাশাপাশি নাম এসেছে আরও দুজনের। যেখানে ড্যারেন স্যামির সঙ্গে আছেন মাইক হেসনও। তারা দুজনও এবারের পিএসএলে কোচ হিসেবে কাজ করছেন। যেখানে মেন্টর হিসেবে দেখা যেতে পারে ভিভ রিচার্ডসকে।

এপ্রিলে হতে যাওয়া নিউজিল্যান্ডের সিরিজের আগেই কোচ নিয়োগ দিতে মরিয়া পিসিবি। যেখানে ভাবনায় আনা হবে টি-টোয়েন্টি বিশ্বকাপও। কারণ চলতি বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। সেখানে দল হিসেবে ভালো করানোর বড় চ্যালেঞ্জ থাকবে নতুন কোচিং স্টাফের।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে