স্পোর্টস ডেস্ক : দলকে দুর্দান্ত এক হাফসেঞ্চুরি উপহার দিয়ে এগিয়ে নেন মেহেদি হাসান মিরাজ। অন্যদের চেয়ে ব্যতিক্রম ছিলেন দলীয় এই অধিনায়ক।
ছয় নম্বরে ব্যাট করতে নামেন তিনি। মিরাজের যোগ্য সঙ্গী হন সাইফুদ্দিন। ঘুরে দাঁড়ানোর বিষয়ে সাইফুদ্দিনকে বাতলে দেন দলীয় অধিনায়ক মিরাজ।
দুই জনের চেষ্টায় বড় লজ্জা থেকে রেহাই পাচ্ছে বাংলাদেশ। ১১৩ রানেই ৫ টি উইকেট হারায় বাংলাদেশ। এখান থেকে দলকে টেনে তুলেন ওই ব্যাটসম্যান।
বাংলাদেশের মূল লক্ষ্য হবে বোলিং আক্রমণ। মিরাজ ৬০ রান ও সাইফুদ্দিনের ব্যাট থেকে আসে ৩৬ রান। এ দুইজনের ব্যাটেই লড়াই করার জন্য কিছুটা পুঁজি পেয়েছে বাংলাদেশ। আর মিরাজের তাণ্ডবে স্বপ্ন দেখছে গোটা বাংলাদেশ
ক্যারিবীয়দের ব্যাটিং লাইনআপও ভালো। বাংলাদেশ হয়তো ২২০ এর আশেপাশে টার্গেট দাঁড় করবে। কিন্তু বিজয়ের জন্য দ্বিতীয় সেসনে বেশ পরিকল্পনা নিয়ে মাঠে নামতে হবে বাংলাদেশকে।
১১ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর