স্পোর্টস ডেস্ক : শেষের দিকে টাইগারদের ব্যাটে ছিল ঝড়। দুর্দান্ত ব্যাট করছেন টাইগাররা। অলরাউন্ডাররা ব্যাট হাতে দারুণ খেলেছেন।
বোলারদের মধ্যে কয়েকজনে খেলেছেন ঝড়ো ইনিংস। কিন্তু আসল ভুলটা ব্যাটসম্যানদের। প্রথম সারির ৫ ব্যাটসম্যানই বাংলাদেশের এই স্বপ্ল পুঁজির জন্য দায়ি।
বাংলাদেশ ২২৭ রানের টার্গেট দিয়েছে। ব্যাট হাতে মিরাজ সর্বোচ্চ ৬০ রান করেন। বোলার সাইফুদ্দিনের ৩৬ ও জয়রাজের ৩৫ রানের সুবাধে বাংলাদেশ সবকটি উইকেট হারিয়ে ওই রান করে।
ক্যারিবীয় অধিনায়ক ৮ জনকে বোলিংয়ে ব্যবহার করেন। ক্যারিবীয়দের মধ্যে পল ৩টি, হোল্ডার ২টি, প্রিরিঙ্গার দুটি উইকেট শিকার করেন।
১১ ফেব্রুয়ারি ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর