স্পোর্টস ডেস্ক: নিরাপত্তার অভাবে ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ গ্রহনে সংশয় দেখা দিয়েছিল। তাই তারা আন্তর্জাতিক ক্রিকেট বোর্ডের কাছে দাবি তুলেছিল বিশ্বকাপের আসর যেন ভারতের বাইরে বসানো হয়। কিন্তু আইসিসি তাদের সেই আবদারে সায় দেয়নি।
তবে পাকিস্তানকে পূর্ণ নিরাপত্তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সচিব অনুরাগ ঠাকুর। তিনি বলেছেন, ‘বিসিসিআই সবচেয়ে ভালোভাবেই বিশ্বকাপ আয়োজন করবে। সবগুলো দলেরই সর্বোচ্চ নিরাপত্তা দেবে। এর আগেও আমরা বিশ্বকাপ ও আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করেছি। আমার মনে হয় না কোনো দলেরই এখানে নিরাপত্তার শঙ্কা আছে।’
তিনি আরো বলেন, ‘দ্বিপাক্ষিক সিরিজ সম্পূর্ণ একটি ভিন্ন বিষয়। তবে বিশ্বকাপের দলগুলো সমগ্র বিশ্ব থেকে আসবে এবং অংশ নেবে। ১৬টির মধ্যে একটি দল হচ্ছে পাকিস্তান এবং ভারত সরকার সকল দলের জন্যই নিরাপত্তার ব্যবস্থা করবে। আমি মনে করি যোগ্যতা অর্জন করা সকল দলের আসা এবং বিশ্বকাপে অংশ গ্রহণ করা উচিত। ভারত প্রস্তুত এবং কোনো দলের যদি কোনো সমস্যা থেকে থাকে তবে এ বিষয়ে তাদেরই সিদ্ধান্ত নেয়া উচিত।’
ভারতে অনুষ্ঠিব্য টি-২০ বিশ্বকাপে পাকিস্তান অংশ নেবে কিনা সেটা পুরোপুরি তাদের বিষয় বলেও জানান অনুরাগ ঠাকুর।
১১ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর