স্পোর্টস ডেস্ক : মহানাটকের এক ম্যাচ। ম্যাচের দিকে চোখ রেখে স্বাভাবিক থাকতে পারার কথা নয় কাওর। সেমিফাইনাল কাকে বলে সেটা দেখা যাচ্ছে মিরপুরের স্টেডিয়ামে।
ক্যারিবীরা ওপেনিংয়ে নেমে যেভাবে তাণ্ডব দেখায় সেই তাণ্ডব এখন আর নেই। ওপেনিং জুটি বিদায় নিয়েছে তাদের। আর সাফল্য পাচ্ছে বাংলাদেশ।
মিরাজ দুটি উইকেট পান। রানা ও সাইফুদ্দিন ভালো বল উপহার দিচ্ছেন। ৯ ওভারে ২ উইকেট শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৬২ রান।
মোটামুটি স্বস্তি ফিরে এসেছে টাইগার টিমে। এখন বাংলাদেশের চোখ উইকেট শিকারের দিকে। প্রাণপণ লড়ে যাচ্ছেন টাইগাররা।
১১ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর