স্পোর্টস ডেস্ক: দেশের প্রায় সব জেলাতে একসাথে বৃষ্টি হানা দেওয়ায় জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের সব ম্যাচ ড্র হয়েছে। সোমবার ম্যাচের শেষ দিন খুলনা ও ফতুল্লায় কয়েক ওভার খেলা হলেও রাজশাহী এবং বগুড়া স্টেডিয়ামে বল মাঠে গড়ায়নি। তবে খুলনায় ম্যাচসেরা টাইগার পেসার মুস্তাফিজকে নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে।
মুস্তাফিজ মূলত প্রথম ইনিংসে ১৪ ওভারে ২৯ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন তিনি। তাকে ম্যাচসেরার পুরস্কার দেয়ায় ঢাকা বিভাগের ক্রিকেটারদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। ঢাকার টিম ম্যানেজমেন্ট মনে করে, ৭ উইকেট পাওয়া মোশাররফ ম্যাচসেরার দাবিদার। মোশাররফ নিজেও হতাশা ব্যক্ত করেন, 'ভালো খেলার স্বীকৃতি না পেলে খারাপ লাগাটা স্বাভাবিক। দুই দলের খেলোয়াড়রাই মনে করেন, পুরস্কারটা আমার পাওনা ছিল। আমাকে পুরস্কার না দেয়াটা বিস্ময়কর ঠেকেছে।'
যদিও ওই ম্যাচের ম্যাচ রেফারি ওবায়দুল হক বলেন অন্য কথা, 'ঢাকাকে প্রথম ইনিংসে ২০০ রানের নিচে বেঁধে ফেলার পেছনে মুস্তাফিজের ভূমিকা সবচেয়ে বেশি। ঢাকাকে বোনাস পয়েন্ট নিতে দেননি তিনি। দ্বিতীয়ত, মুস্তাফিজ কম রানে বেশি উইকেট পেয়েছেন। অন্যদিকে মোশাররফ ১১৯ রানে নিয়েছেন ৭ উইকেট। কোনোভাবেই তিনি মুস্তাফিজের সমান নন।'
২২ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম