বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:২৯:২৫

দুবাইয়ে তামিমদের কাছে সাকিবদের লজ্জাজনক হার

দুবাইয়ে তামিমদের কাছে সাকিবদের লজ্জাজনক হার

স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগে করাচি কিংসের হয়ে খেলছেন সাকিব আল হাসান। অন্যদিকে তামিম ইকবাল খেলছেন পেশোয়ার জালমির হয়ে। আগে দুটি দল তিনটি করে ম্যাচ খেলেছে। তবে নিজেদের চতুর্থ ম্যাচে বৃহস্পতিবার বিকেল পাঁচটায় শারজায় মুখোমুখি হয় করাচি কিংস ও পেশোয়ার জালমি। ভিন্ন দুটি দলের হয়ে সাকিব-তামিম প্রতিপক্ষ হয়ে লড়াই করেন। দুজন একে অপরে বাংলাদেশের জাতীয় দলের সতীর্থ। তার চেয়ে বড় কথা, দুজন বন্ধুও।

বাংলাদেশি এ দুই ক্রিকেটারের মধ্যে হার্ট হিটার তামিম ইকবালকে পেয়েছেন শহীদ আফ্রিদিরা। বৃহস্পতিবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে টসে জিতে ব্যাট সাকিবদের বিপক্ষে ব্যাট করতে তামিমকে মাঠে নামিয়ে দেন অধিনায়ক আফ্রিদি। তখন শুরু সাকিব-তামিমের বন্ধুত্বের শত্রুতা। কেমন হলো? বন্ধু-শত্রুর লড়াই। এ লড়াই তামিমদের কাছে হেরে যান সাকিবের করাচি কিংস। ম্যাচশেষে জয়ের আনন্দে তামিমতে সঙ্গে মাঠে মধ্যে মিছিল করেন আফ্রিদিরা।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে সাকিব আল হাসানের করাচি কিংসকে ১৮৩ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে তামিম ইকবালের পেশোয়ার জালমি। মোহাম্মদ হাফিজ, তামিম ইকবাল এবং কামরান আকমলের অসাধারণ ব্যাটিং নৈপুন্যের ওপর ভর করেই ৪ উইকেট হারিয়ে পেশোয়ার সংগ্রহ করে ১৮২ রান।

জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ১৭৯ রান করতে সক্ষম হয় সাকিব আল হাসানের করাচি কিংস। পেশোয়ার দলে পক্ষে মোহাম্মদ হাফিজ মিলে ১০.৩ ওভারেই উদ্বোধনী জুটিতে তুলে নেয় ৯৩ রান। এ সময় ৩৫ বলে ৭টি বাউন্ডারি আর ৩টি ছক্কায় ৫৯ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন হাফিজ। রবি বোপারার বলে এলবিডব্লিউ হন তিনি।

এ ছাড়াও ৩৫ বলে ৩৭ রান করেন তামিম ইকবাল। তার ইনিংসে ছিল মাত্র ৩টি বাউন্ডারির মার। আর করাচি কিংসের পক্ষে এদিন মাত্র ২ ওভার বল করে ২৬ রান দেন সাকিব আল হাসান। কিন্তু কোন উইকেট নিতে পারেননি। তা ছাড়াও এদিন সাকিব ব্যাট হাতে মাত্র ১রান করে।
১১ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে