রবিবার, ২৪ মার্চ, ২০২৪, ১২:১০:৫৪

কাকে নায়ক হিসেবে চান ক্রিকেটার জ্যোতি, শাকিব খান নাকি জায়েদ খান?

কাকে নায়ক হিসেবে চান ক্রিকেটার জ্যোতি, শাকিব খান নাকি জায়েদ খান?

বিনোদন ডেস্ক : শাকিব খানকে নায়ক হিসেবে চান বাংলাদেশের এই নারী ক্রিকেটার বাংলাদেশ নারী ক্রিকেট দলকে অনেক দিন ধরেই নেতৃত্ব দিচ্ছেন নিগার সুলতানা জ্যোতি। 

তাঁর নেতৃত্বে বাংলাদেশের মেয়েরা একের পর এক সাফল্য পাচ্ছেনই। মাঠের নেতৃত্বের পাশাপাশি জ্যোতির সুমধুর গানের কণ্ঠস্বরের কথা তো অনেকেরই জানা। বাংলাদেশ নারী দলের অধিনায়ক জানালেন তাঁর পছন্দের নায়কের নাম।

বিনোদনজগতের নায়ক-নায়িকাদের প্রায়শই তাঁদের পছন্দের খেলোয়াড়ের নাম বলতে শোনা যায়। ক্রিকেটার-ফুটবলাররাই বা বাদ থাকবেন কেন! তেমনি বাংলাদেশের নারী ক্রিকেটারদের এক আড্ডায় উঠে এসেছে শাকিব খান-জায়েদ খানসহ দেশের তারকা অভিনেতাদের নাম। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ সকাল ৯টায় তাদের ফেসবুক পেজে এক ভিডিও পোস্ট করেছে। জ্যোতি, নাহিদা, শবনম, রাবেয়া—আড্ডাচ্ছলে বাংলাদেশের চার নারী ক্রিকেটারকে দেখা যায় র‍্যাপিড ফায়ার রাউন্ড খেলতে। ভিডিওর শুরুতে দেখা যায় জ্যোতিকে প্রশ্ন করেছেন নাহিদা, ‘সিনেমায় চলে আসি। যদি আপনাকে নিয়ে কোনো সিনেমা করা হয়, আপনার ভূমিকায় কোন অভিনেতাকে দেখতে চান?’ তখন পাশ থেকে কেউ একজন বলেন, ‘অভিনেত্রী’। 

তবে নাহিদা বলেন, ‘অভিনেতা বলেছি।’ জ্যোতি তখন জানতে চাইলেন, ‘অভিনেতা কেন রে? আমার নায়ক হবে যে।’ নাহিদা হ্যাঁ সূচক জবাবে জানালেন প্রশ্ন এটাই ছিল (নায়কের)। জ্যোতি তখন বলেন, ‘শাকিব খান। নাম্বার ওয়ান শাকিব খান।’

নিজের পছন্দের নায়কের নাম যেমন জ্যোতি শুরুতেই বলেছেন, তেমনি নাহিদাকে তাঁর (জ্যোতি) পাল্টা প্রশ্ন, ‘নাম্বার ওয়ান শাকিব খান না জায়েদ খান?’ বাংলাদেশের বাঁহাতি স্পিনারের উত্তর, ‘অবশ্যই জায়েদ খান। অনেক বিখ্যাত এখন।’ নাহিদার মুখে জায়েদ খানের নাম শোনার পরই হাসতে থাকেন জ্যোতি। হাসি লুকোতে পারেননি নাহিদাও। হাসতে হাসতে জ্যোতির প্রশ্ন, ‘সিঙ্গেলের কারণে?’

সিনেমাজগৎ নিয়ে আড্ডার পাশাপাশি অন্যান্য ব্যাপারেও কথা বলেন নাহিদা ও জ্যোতি। জ্যোতির প্রশ্ন, ‘লম্বা বিমানযাত্রায় কোন সতীর্থকে পাশে চান না?’ তখন নাহিদা বললেন, ‘মুর্শিদাকে।’ কারণ জিজ্ঞেস করলে বাংলাদেশের বাঁহাতি স্পিনার বলেন, ‘ও (মুর্শিদা) প্রচুর হাসায়। অনেক বিরক্ত করে। ঘুমোতে দেয় না।’

৫৩ উইকেট নিয়ে বাংলাদেশের নারী ক্রিকেটারদের মধ্যে ওয়ানডেতে সর্বোচ্চ উইকেটশিকারী নাহিদা। অন্যদিকে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ রানসংগ্রাহক জ্যোতি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৮৭ ম্যাচ খেলে ২৫.২০ গড়ে করেছেন ১৬১৩ রান। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে সেঞ্চুরিও রয়েছে তাঁর। 

দুই রেকর্ডে সবার ওপরে থাকা নাহিদা ও জ্যোতি আড্ডায় ক্রিকেটীয় বিষয় নিয়েও কথা বলেন । নাহিদা প্রশ্ন করেন জ্যোতিকে, ‘ক্যারিয়ার শেষে কোন রেকর্ড নিজের নামে করে নিতে চান?’ জ্যোতি তখন বলেন, ‘অধিনায়ক হিসেবে একটা বিশ্বকাপ জিততে চাই।’ বাংলাদেশের হয়ে শিরোপা জয়ের কথা বলতেই আশাবাদ ব্যক্ত করেন নাহিদাও।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে