স্পোর্টস ডেস্ক : ক্যাপ্টেন কুল এবার রেগে তেলে বেগুন। সচরাচর এমন মেজাজে দেখা যায়নি মহেন্দ্র সিং ধোনিকে৷ কিন্তু এবার বাইশ গজের বাইরের এক ঘটনায় রীতিমতো বিরক্ত এই অধিনায়ক৷ তাকে রাগিয়ে দিয়েছে ‘সান স্টার’ নামে হিন্দি এক সংবাদপত্র৷
সংবাদপত্রটি দিল্লি ক্রিকেট সংস্থা (ডিডিসিএ) নিয়ে স্টিং অপরেশন চালাচ্ছিল৷ সেই রিপোর্টের ভিডিওটিতে দেখা যায়, ডিডিসিএর সচিব সুনীল দেব ধোনির বিরুদ্ধে ম্যাচ ফিক্স করার অভিযোগ এনেছেন৷
তার অভিযোগ, ধোনি নাকি ২০১৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টটি ফিক্স করেছিলেন৷ এতেই বেজায় চটেছেন মাহি৷ ডেকান ক্রনিকালের খবর অনুযায়ী, এ বক্তব্যের প্রমাণ চেয়ে সংবাদপত্রকে আইনি নোটিস দিয়েছেন তিনি৷ যাতে মানহানির জন্য ১০০ কোটি টাকা দেয়ার হুমকিও দেয়া হয়েছে৷
বৃহস্পতিবারই জানা গেছে, ধোনির আইনজীবী নয় পাতার একটি আইনি নোটিস পাঠিয়েছেন ওই সংবাদপত্রকে৷ তাতে বলা আছে, সস্তার প্রচার পাওয়ার জন্য খবরের কাগজটি ধোনির বিরুদ্ধে এমন অভিযোগ এনেছে৷ ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ তুলে ধোনির মানহানি করা হচ্ছে৷
সুনীল দেবও বিষয়টি অস্বীকার করে জানিয়েছেন, তিনি ধোনির বিরুদ্ধে এ ধরনের মন্তব্য করেননি৷ ধোনিকে মানসিকভাবে আঘাত করা ও ভাবমূর্তি নষ্ট করার ক্ষতিপূরণ হিসেবে ১০০ কোটি টাকা দিতে হবে ওদের৷
সোমবার প্রকাশিত ভিডিওটিতে ধোনির বিরুদ্ধে মুখ খুলতে দেখা গিয়েছিল সুনীল দেবকে৷ কিন্তু এখন তিনি বিষয়টি অস্বীকার করায় বিপাকে পড়েছে সান স্টার৷ ১০০ কোটি টাকার টেনশনে সান স্টার কর্তৃপক্ষ।
১১ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম