স্পোর্টস ডেস্ক : ৩৮ বছরে পা দিলেন সাকিব আল হাসান। এক দশকের বেশি সময় ধরে বাংলাদেশের ক্রিকেটের পোস্টারব্য় সাকিব। তর্কাতীতভাবে দেশের ইতিহাসের শ্রেষ্ঠতম ক্রিকেটার।
বয়সের সঙ্গে পাল্লা দিয়ে অর্জনের ঝুলি পূর্ণ হয়ে উঠেছে সাকিবের। দেশ তো বটেই আন্তর্জাতিক অঙ্গনে অনেক শিশু-কিশোর ক্রিকেটাঙ্গনে তাদের আইডল হিসেবে মানেন সাকিবকে। ২২ গজে একজন নায়ক হয়ে উঠেছেন সাকিব।
আজ রোববার (২৪ মার্চ) বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ৩৭তম জন্মদিন। আপাতত জাতীয় দলের বাইরে থাকায় জন্মদিনে বাংলাদেশ দলের হয়ে খেলা হচ্ছে না সাকিবের। তবে ডিপিএলে শেখ জামালের হয়ে জয় দিয়েই দিনটি উদযাপন করেছেন দেশের ইতিহাসের এই সেরা ক্রিকেটার।
সাকিবের জন্মদিনে তাকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন তার স্ত্রী উম্মে আহমেদ শিশির। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পতি সাকিবকে নিজেদের জীবনের সুপারম্যান হিসেবে আখ্যা দিয়েছেন শিশির।
ফেসবুকে শিশির লিখেছেন, 'আমাদের জীবনের সুপারম্যানকে জন্মদিনের শুভেচ্ছা। তুমি আমাদের বাচ্চাদের কাছে একজন সত্যিকারের নায়ক এবং আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। একজন মহৎ হৃদয় আত্মা, মহান আল্লাহ তোমার সব ইচ্ছা পূরণ করুন।'
উল্লেখ্য, ভারত বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে আঙুলে চোট পান সাকিব, যা তাকে দল থেকে ছিটকে দেয়। বিশ্বকাপের পর দেশে ফিরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর বিপিএল দিয়ে ক্রিকেটে ফিরলেও চলমান শ্রীলঙ্কা সিরিজের দল থেকে নিজেকে সরিয়ে নেন সাকিব। তবে চলমান টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট দিয়ে ফের জাতীয় দলে ফিরতে পারেন তিনি।