স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট দলে সর্বোচ্চ মারকুটে ব্যাটসম্যান তামিম ইকবাল বর্তমানে আবু দুবাইয়ে পাকিস্তানি সুপার লিগ(পিএসএল) খেলছেন। আর সেখান দিকেই তামিম ভক্তদের জন্য উড়ে আসলো দারুণ সুখবর। শুনলে খুশি হবেন। চলমান পাকিস্তান সুপার লিগে ৪টি ম্যাচ খেলে সফল ব্যাটসম্যানের তালিকায় শীর্ষ স্থানে আছেন তামিম ইকবাল।
চার ম্যাচে ৫২.৩৩ গড়ে তামিম ইকবালের সংগ্রহ ১৫৭ রান। তালিকায় দ্বিতীয় স্থানে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের ইংলিশ ব্যাটসম্যান লুক রাইট। ৫১.০০ গড়ে চার ম্যাচে লুক রাইটের সংগ্রহ ১৫৩ রান। আসরে তিন ম্যাচে ১৩৭ রান রয়েছে লাহোর কালান্দার্সের পাকিস্তানি ব্যাটসম্যান উমর আকমলের।
বৃহস্পতিবার পাকিস্তান সুপার লীগে (পিএসএল) দুই বাংলাদেশি তারকার লড়াই শেষে হাসিমুখ তামিম ইকবালের। সাকিব আল হাসানের করাচি কিংসের বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচে তিন রানের জয় কুড়ায় তামিমের পেশোয়ার জালমি। আর এ ম্যাচে তামিমের ব্যাট থেকে আসে ৩৭ রান।
এর আগে বাংলাদেশি এ ব্যাটস্যমানের ব্যাটিংয়ে উপর ভর করে টানা দুই ম্যাচ জিতেছে পেশোয়ার জালমি। প্রথম ম্যাচে ৫১ বলে ৫১ রানের ইনিংসটা ঠিক তামিমসুলভ ছিল না। দ্বিতীয় ম্যাচে ৪৭ বলে অপরাজিত ৫৫ রানের ইনিংসে ভর করে জয় তুলে নিয়েছে পেশোয়ার জালমি। কিন্তু নিজেদের তৃতীয় দিনের গর্জে উঠতে পারেননি টাইগার তামিম। যদিও তৃতীয় ম্যাচে তামিমের ব্যাট থেকে আসে ১৪ রান। তামিম বর্থ্যর ফলে তৃতীয় ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে হার মানতে হয়েছে জালমির।
১১ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস