স্পোর্টস ডেস্ক: বর্তমান ফুটবল বিশ্বটা যেন মেসি এবং রোনালদোর হাতেই বন্দী। ঘুরে ফিরে এই দুজনই অবিশ্বাস্য টাকায় বিক্রি হয়ে মাঠে নামার আগে হয়ে যান তারকা এবং মাঠে নেমে হয়ে যান মহা তারকা। পর্তুগালের খেলোয়াড় রোনালদো বর্তমানে রিয়াল মাদ্রিদে খেলছেন। তবে, স্প্যানিশ ক্লাবটির সুখের সংসার ভাঙতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে ফেলেছে ইংলিশ প্রিমিয়ার লিগ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। এমনই খবর প্রকাশ করেছে ডেইলি মিরর।
খবরে বলা হয়েছে, ব্রিটিশ গণমাধ্যমগুলো জানাচ্ছে আগামী গ্রীস্মে আকাশচুম্বি ট্রান্সফার ফিতে রেড ডেভিল শিবিরে আসতে যাচ্ছেন তিনি। এর আগে, ২০০৯ সালে ম্যানচেস্টার থেকে ৮০ মিলিয়ন ইউরোর বিনিময়ে তিনি যোগ দিয়েছিলেন মাদ্রিদে।
আর এবার রোনালদোকে পাওয়ার জন্য ইউনাইটেড খরচ করবে ৯০ মিলিয়ন ইউরো। তবে, জানিয়ে রাখা ভাল যে, আসন্ন ফেব্রুয়ারিতে ৩১-এ পা দিতে যাওয়া রোনালদোকে পাওয়ার লড়াইয়ে আছে ফরাসী লিগ ওয়ানের দল প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। তাই, ফরাসী শক্তির সাথে লড়াই করেই ‘ঘরের ছেলে’ কে ঘরে ফেরাতে হবে ইউনাইটেডকে।
২২ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম