স্পোর্টস ডেস্ক : গতকাল সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বাই ইন্ডিয়ানসের ম্যাচটি বিস্ময়ের মাত্রাও ছাড়িয়ে গিয়েছিল। রাজীব গান্ধী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ২৭৭ রান তুলেছিল হায়দরাবাদ। মুম্বাইও তেড়েফুঁড়ে জবাব দিতে নেমেছিল। শেষ দিকে অধিনায়ক হার্দিক পান্ডিয়া চরম ব্যর্থ না হলে অবিশ্বাস্য এক রান তাড়ার কীর্তিও হতে পারত।
শেষ পর্যন্ত তা না হলেও ২৪৬ রান তুলে মুম্বাইও গড়েছে রেকর্ড। আর এই রেকর্ড ভাঙাগড়ায় নাভিশ্বাস উঠে গিয়েছিল আম্পায়ারদের। ম্যাচে ৬৯টি চার ও ছক্কা মারা হয়েছে। অর্থাৎ, ম্যাচের ২৮.৭৫ ভাগ বলের ক্ষেত্রে চার বা ছয়ের সংকেত দিতে হয়েছে দুই আম্পায়ারকে। সাথে ৩০টি অতিরিক্ত রানের সংকেত যোগ করুন, ম্যাচে প্রায় অর্ধেক বলের শেষে হাত ব্যস্ত ছিল আম্পায়ারদের।
এমন এক পাগলাটে ম্যাচে অনুমিত ভাবেই হয়েছে অসংখ্য রেকর্ড। চলুন দেখে নেওয়া যাক টি-টোয়েন্টির কোন কোন রেকর্ড কাল নতুন করে লিখতে হয়েছে।
গতকাল দুই দল মিলিয়ে ৫২৩ রান তুলেছে। যেকোনো স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড এটি। এর আগে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ ২০২৩ সালে ৫১৭ রান তুলেছিল।
হায়দরাবাদ কাল ১৮টি ছক্কা মেরেছে, মুম্বাই মেরেছে ২০টি। স্বীকৃত টি-টোয়েন্টি এক ম্যাচে এর আগে ৩৮টি ছক্কা দেখা যায়নি। আগের রেকর্ডটি ছিল ৩৭ ছক্কার।
আইপিএলে সর্বোচ্চ রানের রেকর্ড এখন হায়দরাবাদের। ২০১৩ সালে ক্রিস গেইলের ১৭৫ রানের দানবীয় ইনিংসের দিনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ২৬৩ রান তুলেছিল পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে।
হায়দরাবাদের চেয়ে টি-টোয়েন্টিতে বেশি রান নিতে দেখা গেছে মাত্র তিনটি দলকে। গত বছর এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে ৩ উইকেটে ৩১৪ রান তুলেছে নেপাল। আর ২০১৯ সালে দেরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ উইকেটে ২৭৮ রান করেছিল আফগানিস্তান। সে বছরই তুরস্কের বিপক্ষে ৪ উইকেটে ২৭৮ রান করেছে চেক প্রজাতন্ত্র।
কাল নিজেদের সর্বোচ্চ স্কোর তুলেছে মুম্বাই। রান তাড়ায় আইপিএলে সর্বোচ্চ রানের রেকর্ডও এটি, দুর্ভাগ্যজনকভাবে সর্বোচ্চ রান তুলে হারের রেকর্ডও এটি।
গতকালের হায়দরাবাদের হয়ে ২০ বলের কমে কেউ ফিফটি পায়নি। গতকাল ট্রাভিস হেড ১৮ বলে ফিফটি করেছেন। কিন্তু একটু পর ১৬ বলে ফিফটি করেছেন অভিষেক শর্মা। এই প্রথম আইপিএলে কোনো দলের দুই ব্যাটসম্যান ২০ বলের কমে ফিফটি করল।
১০ ওভার শেষে হায়দরাবাদের রান ছিল ১৪৮। আইপিএলে এটি রেকর্ড। তাড়া করতে নেমে সে রেকর্ড ভাঙার কাছাকাছি চলে গিয়েছিল মুম্বাই। তাদের ১৪১ রান গতকালের আগের রেকর্ডের চেয়ে ১০ বেশি!
তবু দুই
এমন দুর্দান্ত শুরুর পরও আইপিএলের দ্রুততম দুই শ করতে পারেনি হায়দরাবাদ। তাদের ১৪.৪ ওভারের কীর্তি পিছিয়ে আছে ব্যাঙ্গালুরুর চেয়ে (১৪.১ ওভার, প্রতিপক্ষ পাঞ্জাব)।
ভয়ংকর শুরু
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ কাঁপিয়ে দিয়েছিলেন কয়েনা মাফাকা। কিন্তু দক্ষিণ আফ্রিকান বাঁহাতি এই পেসারের আইপিএল অভিষেক হলো ভয়াবহ। ৬৬ রান দিয়েছেন কাল, আইপিএল অভিষেক সবচেয়ে খরচে বোলিং। আইপিএলেই ১৮ না পেরোনো কিশোরের চেয়ে বেশি রান দিয়েছেন মাত্র দুজন।