শনিবার, ৩০ মার্চ, ২০২৪, ০১:০৮:৪২

জানেন কত টাকা পান আইপিএলের চিয়ার্স লিডাররা?

 জানেন কত টাকা পান আইপিএলের চিয়ার্স লিডাররা?

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসর চলছে। টুর্নামেন্টটি শুরু থেকেই জনপ্রিয়তায় তুঙ্গে। টি-টোয়েন্টির এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টকে কোটিপতি লিগ হিসেবে আখ্যায়িত করা হয়। 

কোটিপতি লিগে খেলে ক্রিকেটাররা যেমন কোটি কোটি টাকা আয় করে থাকেন, তেমনি আইপিএলে কোমর দুলিয়েও অনেক টাকা আয় করেন চিয়ার্স লিডাররা।

আইপিএল ম্যাচের বেশিরভাগ চিয়ার্স লিডারই বিদেশ থেকে আগত। বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার শিল্পীদের এজন্য অগ্রাধিকার দেওয়া হয়। এই চিয়ার্স লিডারদের বেছে নেয় বলিউডের কাস্টিং এজেন্সি।

চিয়ার্স লিডার হিসেবে কাজ করতে হলে তাদের নিয়মতান্ত্রিক অডিশন ও পরীক্ষা দিতে হয়। অডিশনের সময় তাদের একটি ভিন্ন নৃত্য পরিবেশন করতে হয়। এরপর আইপিএল দলগুলো তাদের প্রশিক্ষণ দেয় এবং তারপর বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়।

আইপিএল চিয়ার্স লিডার হতে হলে নাচ এবং মডেলিং জানার পাশাপাশি শারীরিকভাবেও ফিট থাকতে হয়। এই চিয়ার্স লিডাররা প্রায়ই বলিউডসহ ভারতীয় চলচ্চিত্রে অভিনয় করেন। 

আইপিএলে চিয়ার্স লিডারদের প্রতি ম্যাচের জন্য ১৪ হাজার থেকে ২৫ হাজার টাকা দেওয়া হয়। এছাড়াও তাদের দল ম্যাচ জিতলে একটি বোনাসও দেওয়া হয়। তাদের পাঁচতারকা হোটেলে থাকা-খাওয়ার সুব্যবস্থা করা হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে