সোমবার, ০১ এপ্রিল, ২০২৪, ১১:৪৩:৩২

চেন্নাই এবার বাংলায় যে বার্তা দিলেন মোস্তাফিজকে নিয়ে

চেন্নাই এবার বাংলায় যে বার্তা দিলেন মোস্তাফিজকে নিয়ে

স্পোর্টস ডেস্ক : এবারের আইপিএলে শুরুটা ভালোই হয়েছিল মোস্তাফিজুর রহমানের। প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে চার উইকেট নেওয়ার পর দ্বিতীয় ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে নেন আরও দুই উইকেট। টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড শেষে সর্বোচ্চ উইকেট শিকারির স্বীকৃতি পার্পল ক্যাপ ওঠে বাংলাদেশি পেসারের মাথায়।

পার্পল ক্যাপ এখনো তাঁর মাথায়। তবে গতকাল বিশাখাপত্তনমে তৃতীয় ম্যাচে খুব একটা ভালো করতে পারেননি মোস্তাফিজ। ৪৭ রান খরচ করে কাল দিল্লির বিপক্ষে উইকেট পেয়েছেন মাত্র একটি।

ডেভিড ওয়ার্নারকে আউট করা সে উইকেটটি সব ধরনের টি-টোয়েন্টি মিলে মোস্তাফিজের ক্যারিয়ারের ৩০০তম উইকেট। মাইলফলকের দিনে তাঁর দল চেন্নাই ম্যাচটা হেরে গেছে ২০ রানে। বল হাতে মোস্তাফিজ বিবর্ণ থাকলেও পার্পল ক্যাপ এখনো বাংলাদেশি পেসারের মাথাতেই আছে।

এদিকে মোস্তাফিজের জন্য কালকের ম্যাচটি ছিল ঘরে ফেরার। আইপিএলে গত দুই মৌসুম দিল্লি ক্যাপিটালসের জার্সি গায়ে খেলেছেন তিনি। সেখানে ড্রেসিংরুমে ক্রিকেট পরিচালক হিসেবে পেয়েছিলেন সৌরভ গাঙ্গুলীকে।

গতকালের ম্যাচের পর সৌরভ গাঙ্গুলীর সঙ্গে মোস্তাফিজের পুনর্মিলন হয়। দুজনের হাস্যোজ্জ্বল করমর্দনের একটি ফটো শেয়ার করেছে চেন্নাইয়ের ফেসবুক। দাদার সঙ্গে ফিজের হ্যান্ডশেকের ইমোজি দিয়ে ক্যাপশনে চেন্নাই বাংলায় লিখেছে, ‘ভালো থেকো বন্ধু।’

চেন্নাই সুপার কিংসের পেজ থেকে বাংলায় ক্যাপশন দেখে অবাক হওয়ার কিছু নেই। এর আগে সানরাইজার্স হায়দরাবাআদ, মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লির পক্ষ থেকেও মোস্তাফিজকে দলে পাওয়া উপলক্ষ্যে বাংলায় পোস্ট করতে দেখা গেছে।

আর মোস্তাফিজ বাংলাদেশি, অন্যদিকে সৌরভ গাঙ্গুলীও পশ্চিম বাংলার ছেলে। দুইজনই বাঙালি। স্বাভাবিকভাবে দুজনের অধিকাংশ ভক্ত-সমর্থকও বাঙালিই হবে। তাঁদের আকৃষ্ট করতে এমন পোস্ট তো বাংলাতেই লিখবে চেন্নাই।

২০২২ সালে মোস্তাফিজকে দলে টেনেছিল দিল্লি। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে প্রথম মৌসুমে ৮ ম্যাচে সমান ৮ উইকেট নিলেও ২০২৩ আইপিএলে খুব একটা সুযোগ পাননি মোস্তাফিজ। মাত্র ২ ম্যাচে একাদশে জায়গা পেয়ে উইকেট নিয়েছেন একটি। মাঠের চেয়ে বেঞ্চেই সময় বেশি কেটেছে। সে মৌসুমেই দিল্লিতে ক্রিকেট পরিচালক হিসেবে যোগ দিয়েছিলেন সৌরভ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে