মঙ্গলবার, ০২ এপ্রিল, ২০২৪, ০১:১৭:০২

হঠাৎ জরুরি বৈঠক আইপিএলে, যে বড় সিদ্ধান্ত আসছে!

হঠাৎ জরুরি বৈঠক আইপিএলে, যে বড় সিদ্ধান্ত আসছে!

স্পোর্টস ডেস্ক: ফ্র্যাঞ্চাইজি মালিকদের নিয়ে আগামী ১৬ এপ্রিল জরুরি বৈঠক ডেকেছে আইপিএল কর্তৃপক্ষ। যেখানে আগামী বছর অনুষ্ঠেয় মেগা অকশনের নানা বিষয় নিয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। 

সভার এজেন্ডাগুলো এখনো গণমাধ্যমে না আসলেও, রিটেইন করা খেলোয়াড়ের সংখ্যা বাড়ানোর দাবি করবে ফ্র্যাঞ্চাইজিগুলো। সেই সঙ্গে দলগুলোর স্যালারি ক্যাপ বাড়ানোর সিদ্ধান্ত আসবে বলেও খবর এসেছে ভারতের সংবাদমাধ্যমগুলোতে।

আগামী বছরের মেগা নিলামকে সামনে রেখে নিজেদের দাবি তুলে ধরবে ফ্র্যাঞ্চাইজি মালিকরা। ছবি: সংগৃহীত
আগামী বছরের মেগা নিলামকে সামনে রেখে নিজেদের দাবি তুলে ধরবে ফ্র্যাঞ্চাইজি মালিকরা। ছবি: সংগৃহীত
খেলার সময়

হঠাৎ করেই জরুরি সভার ডাক। আগামী ১৬ এপ্রিল আহমেদাবাদে ১০ ফ্র্যাঞ্চাইজি মালিকদের নিয়ে বসবে আইপিএল কর্তৃপক্ষ। আগামী বছর আইপিএলের মেগা অকশন। যেখানে নতুন করে দল সাজানোর সুযোগ পাবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি। এর আগে দলগুলোর মতামত জানতেই সভা ডেকেছে গভর্নিং কাউন্সিল।

 মূল এজেন্ডা এখনো না জানালেও ভারতের গণমাধ্যমে এসেছে সভার আলোচ্য বেশ কিছু বিষয়। আইপিএলের কিছু নিয়মে পরিবর্তনের সিদ্ধান্ত আসতে পারে এই সভা থেকে। তবে এ সবই হবে ফ্রাঞ্চাইজিগুলোর সম্মতি নিয়ে।

 আগামী বছর আইপিএলের মেগা অকশন। সবশেষ ২০২২ এ হয়েছিল মেগা অকশন। সেবার পুরনো আট ফ্র্যাঞ্চাইজি ধরে রাখে তাদের ২৭ ক্রিকেটার। বাকিদের উঠতে হয় নিলামের টেবিলে। এবারের মূল আলোচ্যই হতে পারে রিটেইন করা খেলোয়াড়ের সংখ্যা বাড়ানো নিয়ে। গেল মাসের শুরুতে আইপিএলের চেয়ারম্যান অরুন ধুমাল বলেছিলেন পরবর্তী মেগা অকশনে প্রতিটি দল তিন থেকে চার জন ক্রিকেটার রিটেইন করতে পারবেন। তবে ফ্র্যাঞ্চাইজিগুলো হয়তো তুলবে ভিন্ন দাবি।
 
বেশ কিছু ফ্র্যাঞ্চাইজির জানিয়েছে, আগামী বছরের মেগা অকশনে তারা অন্তত ৮ জন ক্রিকেটারকে রিটেইন করতে চায়। যার অর্থ রিটেইনকৃত ক্রিকেটারের সংখ্যা দ্বিগুণ করতে চায় ফ্র্যাঞ্চাইজিগুলো। আবার ভিন্ন মতও আছে। অনেক ফ্র্যাঞ্চাইজি চায় সংখ্যাটা তিন থেকে চারের মধ্যেই থাকুক।
 
আরও একটা পরিবর্তন আসতে যাচ্ছে আগামী মৌসুম থেকে। বাড়বে ফ্র্যাঞ্চাইজিগুলোর স্যালারি ক্যাপ। যেখান থেকে সরাসরি লাভবান হবে ক্রিকেটাররা। সবশেষ ব্রডকাস্ট চুক্তিতে বহুগুনে বেড়েছে আইপিএলের রাজস্ব। প্রতি আসর শেষে লভ্যাংশের একটা অংশ পায় ফ্র্যাঞ্চাইজিগুলোও। এছাড়া প্রতিটি ফ্র্যাঞ্চাইজির আছে নিজস্ব স্পন্সরও। খেলোয়াড় কিনতে অর্থ কোনো সমস্যাই না মুম্বাই-দিল্লি-কলকাতা-পুনের মালিকদের। ৯০ কোটি থেকে বেড়ে সবশেষ নিলামে প্রতিটি দল খরচ করেছে ১০০ কোটি রুপি। আগামী মেগা অকশনে অংকটা বাড়ছে সেটা অনেকটা নিশ্চিতই। এখন শুধু আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে