মঙ্গলবার, ০২ এপ্রিল, ২০২৪, ১০:১৮:২৪

যে ফাঁদে পড়েছেন সাকিব আল হাসান!

যে ফাঁদে পড়েছেন সাকিব আল হাসান!

স্পোর্টস ডেস্ক : চট্টগ্রাম টেস্টে প্রথম দুই দিন বাংলাদেশের বোলাররা শুধু খেটেই গেছেন। দ্বিতীয় দিনের শেষ বিকেলে বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে ৫৫ রানে ১ উইকেট হারালেও ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিল। 

কিন্তু আজ তৃতীয় দিনে যেন ব্যাটিংটাই ভুলে যায় বাংলাদেশ। লঙ্কান বোলারদের তোপে মাত্র ১৭৮ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে লঙ্কানরা সাকিব আল হাসানকে নিয়ে বিশেষ পরিকল্পনাতেও বাজিমাত করেছে।

তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি শ্রীলঙ্কাও। হাসান মাহমুদ ও খালেদ আহমেদের পেসে তৃতীয় দিন শেষে ১০২ রান তুলতেই ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা। এরপরও বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা এগিয়ে আছে ৪৫৫ রানে।

দ্বিতীয় ইনিংসে লঙ্কানরা ব্যাট হাতে ব্যর্থ হলেও বড় লক্ষ্য দিতে যাচ্ছে বাংলাদেশকে। দিন শেষে সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার পেস বোলিং কোচ দর্শনা গামাগে জানিয়েছেন বড় লক্ষ্য দিতে ধনঞ্জয়া ডি সিলভারা প্রস্তুত।

চতুর্থ ইনিংসে বাংলাদেশকে কেমন লক্ষ্যে দেবে শ্রীলঙ্কা, এমন প্রশ্নের উত্তরে গামাগে জানান, ‘আমাদের আরও ৫০-৬০ রান করতে হবে। ইতোমধ্যে ভালো অবস্থানে আছি। কাল নেমেই একটা ভালো লক্ষ্য ছুঁড়ে দিতে চাই। আরও ৬টি সেশন আছে। 

কাল প্রথম সেশনে আমরা যত বেশি সম্ভব রান করতে চাই। আরও ৫০ রানের মতো পেলে ৫০০ রানের লিড হবে। প্রথম সেশন ব্যাট করলে ওদের বল করার জন্য ৫টি সেশন পাচ্ছি। একইসাথে ফাস্ট বোলাররাও একটু বিশ্রাম পেয়ে ফ্রেশ হয়ে নামতে পারবে।’

বাংলাদেশের বর্তমান টেস্ট দলে সবচেয়ে বেশি অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান। এক বছর বিরতির পর এই ম্যাচ দিয়েই টেস্টে ফিরেছেন সাকিব। লঙ্কানরা এই অলরাউন্ডারের সক্ষমতা জানে বলেই বোলিংয়ের সময় সাকিবকে নিয়ে বিশেষ পরিকল্পনা সাজিয়েছিল, যাতে সফলও হয়েছে তারা। আসিথা ফার্নান্দোর বলে এলবিডব্লিউ হন সাকিব।

এ ব্যাপারে গামাগে বলেন, ‘আসিথা এমন একজন যে নতুন বলে এবং পুরোনো বলে দুই ক্ষেত্রেই ভালো করতে পারে। সাকিবের ক্ষেত্রে পরিকল্পনা ছিল কিছু শর্ট বল করে তাকে পেছাতে বাধ্য করা এবং এরপর ফুলার (লেংথের বল) দিয়ে ফাঁদে ফেলা। সে ঠিক তা-ই করেছে। বোলারদের দিকে দেখলে দেখবেন তারা সবাই পরিকল্পনা ঠিকভাবে বাস্তবায়ন করেছে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে