স্পোর্টস ডেস্ক : ইনিংসের প্রথম বলেই তুশার দেশপান্ডের বলে পয়েন্টে ক্যাচ নিয়েছেন রবীন্দ্র জাদেজা। ফিল সল্ট রানের খাতা খোলার আগেই আউট।
কলকাতা নাইট রাইডার্সের ইনিংসের প্রথম বলের পরেই অনুমান করা গিয়েছিল চিপাকে খানিক কঠিন সময় অপেক্ষা করছে দুইবারের চ্যাম্পিয়নদের জন্য। সেই লক্ষ্যে ইনিংসের শেষ পর্যন্ত টিকে ছিল চেন্নাই।
মুস্তাফিজের জন্য আজ চ্যালেঞ্জ ছিলেন তারই বিপিএল সতীর্থ আন্দ্রে রাসেল। সেই চ্যালেঞ্জটাও ভালোভাবেই সামাল দিয়েছেন দ্য ফিজ, দেখালেন ভেলকি। ১৮তম ওভারে ক্যাচও উঠেছিল। উইকেটের পেছনে ফিজের করা বলে রাসেলের কাজটা নেওয়া হয়নি ধোনির। মুস্তাফিজের আগে কাজের কাজ করে রেখেছিলেন অভিজ্ঞ বোলার রবীন্দ্র জাদেজা। এই দুজনের আঁটসাঁট বোলিংয়ের সুবাদে চেন্নাইয়ের বিপক্ষে কলকাতার স্কোর উঠল মোটে ১৩৭।
ইনিংসের শেষ ওভারটাও করেছেন মুস্তাফিজ। তাতে এসেই পেয়েছেন কলকাতা অধিনায়ক শ্রেয়াশ আইয়ারের উইকেট। উড়িয়ে মারতে গিয়ে আইয়ার ক্যাচ দিয়েছেন ওই জাদেজার হাতেই। দুই বল পরেই পেয়েছেন মিচেল স্টার্কের উইকেট। এর মাধ্যমে আইপিএলে এবারের আসরে সবচেয়ে বেশি উইকেট শিকারীর জায়গা আবারও দখলে নিলেন দ্য ফিজ। শেষ ওভারে দিয়েছেন মোটে ২ রান।