বুধবার, ১০ এপ্রিল, ২০২৪, ০৮:১৫:৫৮

এরপর আর সুযোগ দেব না: মাশরাফির কঠোর হুঁশিয়ারি

এরপর আর সুযোগ দেব না: মাশরাফির কঠোর হুঁশিয়ারি

স্পোর্টস ডেস্ক: মাশরাফি বিন মর্তুজার আন্তর্জাতিক ক্রিকেট অধ্যায় শেষ হলেও সাদা বলের ঘরোয়া ক্রিকেটে এখনো দেখা যায় তাকে। একই সঙ্গে গায়ে নেমেছেন রাজনীতিতে। দুই মেয়াদের সংসদ সদস্য তিনি।

পাশাপাশি নড়াইল এক্সপ্রেস নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন চালান মাশরাশি। এই নাম ভাঙিয়ে প্রতারণা চলায় চটেছেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। অনবদ্য বোলিং নৈপুণ্যর কারণে খেলোয়াড়ি জীবনে ‘নড়াইল এক্সপ্রেস’ তকমা পান মাশরাফি। এই নামেই খুলেছেন একটি সংগঠন।

এদিকে ঢাকা থেকে নড়াইল ও যশোরে যাতায়াত করা একটি বাস কোম্পানি নামও নড়াইল এক্সপ্রেস। সেই বাস মালিকেরা তাদের কাউন্টারে মাশরাফির ছবি টানিয়ে রেখেছেন। ঈদের সময় বেড়ে যায় দূরপাল্লার বেশিরভাগ যানবাহনের ভাড়া। 

তাতে অনেকেই মনে করছেন, বাসটির ভাড়া বৃদ্ধির পেছনে মাশরাফি জড়িয়ে। এমন প্রতারণায় সেই বাস মালিকদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মাশরাফি। 

ব্যক্তিগত ফেসবুক একাউন্টে এক পোস্ট শেয়ার করে লিখেছেন, ‘নড়াইল এক্সপ্রেস বাসের সম্মানিত মালিকগণ আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে, ঢাকায় আপনাদের বাস কাউন্টারে আমার ছবি টানিয়ে রেখেছেন আবার যাত্রীদের বলছেন আমার কথা। এ সমস্ত কাজ থেকে বিরত থাকুন।’

তিনি আরও লেখেন, ‘পুরো নড়াইল আমার পৈত্রিক সম্পত্তি নয়, যে আমি নড়াইল এক্সপ্রেস নাম নিয়ে কমপ্লেন দেব। তবে আপনারা আমার নাম ব্যাবহার কেন করছেন এর উত্তর কি দিতে পারবেন? দ্রুত এ ছবি সরিয়ে মানুষদের সঠিক তথ্য দিন; না হলে হয়তো আমাকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। জাস্ট সফট রিমাইন্ডার (এখন শুধু মনে করালাম)। এরপর আর সুযোগ দেব না। ঈদ মোবারক।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে