স্পোর্টস ডেস্ক: গত ১৫ ডিসেম্বর মুম্বাই ইন্ডিয়ান্সের টিম ম্যানেজমেন্ট আচমকাই একটি চাঞ্চল্যকর সিদ্ধান্ত গ্রহণ করল। দলের অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হল রোহিত শর্মাকে। এই সিদ্ধান্ত মুম্বাই ইন্ডিয়ান্স সমর্থকরা একেবারেই মেনে নিতে পারেননি।
এই সিদ্ধান্তের পর থেকেই শোনা যাচ্ছে যে ৩৬ বছর বয়সি এই ডানহাতি ব্যাটার মুম্বাই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্টের উপর বেজায় চটেছেন এবং ২০২৪ আইপিএল মরশুমের পরই তিনি ফ্র্যাঞ্চাইজি ছাড়তে পারেন।
যদি রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্সের হাত ছেড়ে দেন এবং ২০২৫ মেগা নিলাম অনুষ্ঠানে নামার সিদ্ধান্ত গ্রহণ করেন, তাহলে তাকে নেওয়ার জন্য যে প্রতিটা দলই কার্যত মুখিয়ে থাকবে, তা বলার অপেক্ষা রাখে না।
গত ১১ বছরে মুম্বাই ইন্ডিয়ান্স দলের হয়ে যথেষ্ট সাফল্য অর্জন করেছেন রোহিত শর্মা। আর সেকথা মাথায় রেখেই আইপিএল টুর্নামেন্টে যে কোনও দল রোহিত শর্মাকে সই করাতে চাইবে। যে কোনও মূল্যে রোহিতকে দলে পেতে তারা কার্যত হুড়োহুড়ি করবে।
অনেকে তো আবার রোহিত শর্মাকে দলের অধিনায়ক করার জন্য মুখিয়ে থাকবে। পরের বছর আইপিএল নিলামে রোহিতকে দলে নেওয়ার সম্ভাবনা বিচার করে লখনউ সুপার জায়ান্টস মিডিয়া টিমের একজন সদস্য দলের প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গারকে এই ব্যাপারে প্রশ্ন করে বসেন।
তিনি জিজ্ঞাসা করেন যে ২০২৫ আইপিএল টুর্নামেন্টের নিলামে রোহিত শর্মার জন্য লখনউ সুপার জায়ান্টস কি ঝাঁপাবে? এই ব্যাপারে লখনউ কোচ যে উত্তর দিলেন, তা ইতিমধ্যেই যথেষ্ট বিতর্ক তৈরি করেছে। অন্যদিকে, ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
এই ভাইরাল ভিডিওতে সদস্য ল্যাঙ্গারকে প্রশ্ন করে বসেন, 'মেগা অকশন আয়োজন করা হচ্ছে। এখানে প্রত্যেকেই হাজির থাকবেন। যদি আপনাকে বলা হয় একজন ক্রিকেটারকে বেথে নিতে, তাহলে আপনি কাকে বেছে নেবেন?'
এই প্রশ্নের জবাবে ল্যাঙ্গার পালটা প্রশ্ন করেন, 'যদি আমার ইচ্ছেমতো একজন ক্রিকেটারকে দলে নিতে পারি... তাহলে আপনাদের কী মনে হয়, আমি কাকে নেব?' এই প্রশ্নের জবাবে ওই সদস্য তাকে রোহিত শর্মার নাম বলেন।
তিনি বলেন, 'যদি আমরা দলে রোহিত শর্মাকে নিতে পারি?' এই পরামর্শ শুনে অস্ট্রেলিয়ার প্রাক্তন মুখ্য কোচ খানিক রসিকতা করেন। এমন একটি পরামর্শ শুনে ল্যাঙ্গার প্রথমে খানিকটা বিস্মিত হন।
তিনি পালটা প্রশ্ন করেন, 'রোহিত শর্মা? আমরা কি ওঁকে নিতে পারি? আপনি তো ভালো গল্পের লেখক হতে পারেন। কারণ এটা কখনও সম্ভব হবে বলে আমার অন্তত মনে হয় না।'