বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪, ০৯:৪৯:৩৭

টানটান উত্তেজনার ম্যাচে পিএসজির মাঠে বার্সেলোনা জয়!

টানটান উত্তেজনার ম্যাচে পিএসজির মাঠে বার্সেলোনা জয়!

স্পোর্টস ডেস্ক: পিএসজির মাঠে দারুণ শুরুর করে বার্সেলোনা কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে পর পর দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় স্বাগতিকরা। তবে বার্সেলোনা এদিন যে জয়ের জন্যেই নেমেছিল তার প্রমাণ দেখা যায় পুরো মাঠে। 

দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে আরো দুই গোল করে প্রতিপক্ষের মাঠ থেকে ৩-২ গোলে জয় নিয়ে ফিরেছে। প্রথম লেগের এই জয় চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনালে যাওয়ার পথে জাভি এর্নান্দেসের দলকে এগিয়ে রাখল। পার্ক দ্য প্রিন্সেসে শুরুটা হয়েছিল সমানে সমান।

আক্রমণ পালটা চলছিল ম্যাচ। বাম প্রান্ত দিয়ে বার্সার রক্ষণে হানা দেয়ার চেষ্টা করছিলেন কিলিয়ান এমবাপ্পে কিন্তু কাতালান ডিফেন্ডাররা তাকে সুযোগ দেয়নি। আক্রমণে চাপ অব্যাহত রেখে ৩৭ মিনিটে গোল আদায় করে নেয় বার্সেলোনা।

লামিন ইয়ামালের নিচু ক্রস পোস্ট ছেড়ে বাইরে এসে আটকানোর চেষ্টা করেও পারেননি পিএসজি গোলরক্ষজ দোন্নারুম্মা। অন্য প্রান্তে বল পেয়ে অনায়সে জালে পাঠান রাফিনিয়া। মধ্যবিরতি থেকে ফিরেই পিএসজি শিবিরে স্বস্তি ফেরান উসমান দেম্বেলে। 

বক্সের ভেতর থেকে ফরাসি এই উইঙ্গারের গতির শট জড়িয়ে যায় জালে। তিন মিনিট পরেই এবার এগিয়ে যায় পিএসজি। ফ্যাবিয়ান রুইসের ছোট পাস বক্সে পেয়ে টের স্টেগানকে পরাস্ত করে দূরের পোস্টে বল জালে পাঠান ভিতিনহা।

পিছিয়ে পড়ে হন্যে হয়ের গোলের খুঁজে নামে বার্সেলোনা। ৬২ মিনিটে আবারও ত্রাতা হয়ে আসেন রাফিনিয়া। পেদ্রির তুলে দেওয়া বল অনেকটা পথ দৌড়ে গিয়ে বা পায়ের ভলি বানিয়ে জালে পাঠান এই ব্রাজিলিয়ান। ম্যাচে ফিরে ৭৭ মিনিটে আবারও এগিয়ে যায় বার্সেলোনা। 

কর্নারে উড়ে আসা বলে হেডে লক্ষ্যভেদ করেন বদলি নামা আন্দ্রেস ক্রিস্তেনসেন। এই গোলেই জয় নিশ্চিত হয় বার্সেলোনার। আগামী ১৬ই এপ্রিল রাতে ঘরের মাঠে এগিয়ে থেকেই পিএসজির বিপক্ষে খেলতে নামবে বার্সেলোনা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে