বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪, ০৭:১২:১৫

ধোনির নাম ব্যবহার কোটি কোটি টাকার প্রতারণা, গ্রেফতার ১

ধোনির নাম ব্যবহার কোটি কোটি টাকার প্রতারণা, গ্রেফতার ১

স্পোর্টস ডেস্ক: ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নাম ও ছবি ব্যবহার করে ব্যবসা করে আসছিলেন এক দম্পতি। এর আগে এনিয়ে অভিযোগ জানালেও টনক নড়েনি মিহির দিবাকর এবং তাঁর স্ত্রী সৌম্যা দাসের। 

এজন্য ধোনির অভিযোগের ভিত্তিতে জয়পুর পুলিশ গ্রেফতার করেছে মিহির দিবাকরকে। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, মিহিরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪০৬, ৪২০, ৪৬৭, ৪৭১ ধারায় অভিযোগ আনা হয়েছে।

সম্প্রতি আর্কা স্পোর্টস ম্যানেজমেন্টের অধীনে জয়পুরে একটি একাডেমি খুলেছেন দিবাকর। ভারতের বিভিন্ন শহর এবং দেশের বাইরেও তার একাডেমি আছে। প্রায় প্রতিটি জায়গায় ধোনির নাম ব্যবহার করে ফ্র্যাঞ্চাইজি ফি আদায় করেছেন তিনি। 

তার মধ্যে এমএস ধোনি ক্রিকেট একাডেমি এবং এমএস ধোনি স্পোর্টস একাডেমির নাম ভাঙিয়ে ১৫ কোটি রুপি মুনাফা করেছেন। দিবাকর অতীতে ধোনির ব্যবসায়িক অংশীদার হলেও ২০২১ সালে সম্পর্ক ছিন্ন হওয়ার পর ধোনি তার নাম ব্যবহার করতে নিষেধ করেন। তা শোনেননি দিবাকর। 

অনুমতি ছাড়া ধোনির ছবি এবং নাম ব্যবহার করে ব্যবসা করায় প্রতারণার দায়ে গ্রেফতার করা হয়েছে ব্যবসায়ী মিহির দিবাকরকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে