স্পোর্টস ডেস্ক: ২০২৪ আইপিএল টুর্নামেন্টের ২৫ নম্বর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৭ উইকেটে হারিয়ে দেয় মুম্বাই ইন্ডিয়ান্স। এই ম্যাচে মুম্বইয়ের ওপেনার ঈশান কিষান ৩৪ বলে ৬৯ রানের একটা বিধ্বংসী ইনিংস মুম্বাই ইন্ডিয়ান্সকে উপহার দেন।
আর সেই দৌলতেই মুম্বাই এই ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে ১৯৭ রান তাড়া করতে নেমে অনেকটাই অক্সিজেন পেয়েছিল। ম্যাচের পর সাংবাদিক বৈঠকে আসেন ঈশান কিষান। সেইসঙ্গে আইপিএল টুর্নামেন্ট শুরু হওয়ার ঠিক আগে তৈরি হওয়া বিতর্ক নিয়েও মুখ খুললেন।
প্রসঙ্গত, বর্তমানে ভারতীয় ক্রিকেট দলে তার ভবিষ্যৎ যে যথেষ্ট অন্ধকারে রয়েছে, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। এবার এই গোটা বিষয়টা নিয়ে মুখ খুললেন ঈশান কিষান।
তিনি বলেন, 'আমি অনুশীলন করছি। আমি ক্রিকেট থেকে কিছু সময় নিজেকে সরিয়ে রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম। আর সেটা নিয়েই প্রচুর কথাবার্তা হয়েছে। সোশ্যাল মিডিয়াতেও একাধিক জল্পনা চোখে পড়েছে। কিন্তু, এটুকু তো আপনাদের বুঝতেই হবে যে একজন ক্রিকেটারের হাতে সবকিছু থাকে না।'
ক্রিকেট থেকে সাময়িক বিশ্রাম গ্রহণ করার পর ঈশান কিষানের মানসিকতায় আকাশ-পাতাল পার্থক্য এসেছে। ক্রিকেটের প্রতি তার দৃষ্টিভঙ্গিই একেবারে বদলে গিয়েছে। কেরিয়ারের সবকিছু শেষ হয়ে যাওয়ার পরও নিজেকে কীভাবে সামলাতে হয়, এই শিক্ষাটাই ঈশান গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার মুম্বাই ইন্ডিয়ান্সের জয়ের পর ঈশান কিষান বললেন, 'আপনি শুধুমাত্র একটাই কাজ করতে পারেন। আর সেটা হল সময়ের সঠিক ব্যবহার। এই পরিস্থিতিতে আগেকার ঈশান কীভাবে রিঅ্যাক্ট করত, সেটাও মাথায় রাখতে হবে। প্রথম ২ ওভারে আমি একটাও বল ছাড়তাম না। তা সেটা যত ভালোই ডেলিভারি হোক না কেন।'
ঈশান আরও বললেন, এবার সময়ের সঙ্গে আমি এটা শিখেছি যে ২০ ওভারের ম্যাচও যথেষ্ট বড় হয়। আপনি অনায়াসে নিজের জন্য সময় বের করতে পারে। সেক্ষেত্রে আপনি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। আমার ভিতরেও অনেক পরিবর্তন এসেছে।
তিনি বলেন, আমি যদি নিজে পারফরম্যান্স নাও করি, আর দেখতে পাই যে অন্য় কেউ পারফরম্যান্স করতে পারছে না, তাহলে আমি তাঁর সঙ্গে গিয়ে কথা বলি। অপর ব্যক্তি ওই মুহূর্তে কী ভাবছে, সেটা বোঝার চেষ্টা করি। আর বিরতি চলাকালীন এই বিষয়গুলো আমাকে সাহায্য করেছে।