শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪, ০৫:২৬:১৬

আমার কাছে ৫০ ওভারের বিশ্বকাপই আসল বিশ্বকাপ: রোহিত

আমার কাছে ৫০ ওভারের বিশ্বকাপই আসল বিশ্বকাপ: রোহিত

স্পোর্টস ডেস্ক: কোটি কোটি ভারতবাসী যেখানে ১৯ নভেম্বর ২০২৩ তারিখটি ভুলতে পারেননি, সেখানে রোহিত শর্মা কী করে ভুলে যাবেন! তার নেতৃত্বেই অপ্রতিরোধ্য টিম ইন্ডিয়া, কোনও ম্যাচ না হেরে বিশ্বকাপ ফাইনাল খেলেছিল। ফাইনালেই তীরে এসে তরী ডুবেছিল।

অস্ট্রেলিয়ার কাছ কাপ খোয়াতে হয়। বিশ্বকাপ ফাইনালে হাফ ডজন উইকেটে হারে ভারত। রোহিত সম্প্রতি এসেছিলেন গৌরব কাপুরের জনপ্রিয় শো 'ব্রেকফাস্ট উইথ চ্য়াম্পিয়ন্স'-এ। রোহিতের সঙ্গে ছিলেন বিখ্যাত গায়ক এড শিরান। রোহিত এই অনুষ্ঠানে  আগামীর নীলনকশা থেকে অবসরের ভাবনা নিয়ে অকপট আলোচনা করেছেন। 

রোহিত বলেন, 'দেখুন আমি সত্য়িই অবসর নিয়ে ভাবিনি। তবে আমি জানি না জীবন আমাকে কোথায় নিয়ে যাবে। এই মুহূর্তে দাঁড়িয়ে বলতে পারি যে আমি ভালো খেলছি। আমি আরও কিছু বছর খেলার কথাই ভাবছি। তারপর না হয় ভাবা যাবে। আমি জানি না। আমি সত্য়িই বিশ্বকাপ জিততে চাই। এরপর ২০২৫-এ ভারতের ডব্লিউটিসি ফাইনাল রয়েছে। আশা করি ভারত খেলবে।

অধিনায়ক বলেন, আমার কাছে ৫০ ওভারের বিশ্বকাপই আসল বিশ্বকাপ। আমরা সেই বিশ্বকাপ দেখেই বড় হয়েছি। সবচেয়ে বড় কথা, এই বিশ্বকাপটা আমাদের ঘরের দর্শকদের সামনে ভারতে হয়েছিল। আমরা ফাইনাল পর্যন্ত খুব ভালো খেলেছি। যখন আমরা সেমিফাইনাল জিতি, তখন ভেবেছিলাম যে, আমরা মাত্র আর এক ধাপ দূরে। কারণ আমরা সবকিছু ঠিকঠাক করছি। 

রোহিত বলেন, কোনও একটা জিনিস আমাদের বিশ্বকাপ ফাইনাল হারাতে পারে? এটা ভেবে আমার মাথায় কিছু আসেনি। কারণ আমি ভেবেছিলাম আমরা সব ঠিক করছি। আমরা ভালো ক্রিকেট খেলছি। আত্মবিশ্বাস ছিল। আসলে আমাদের একটা খারাপ দিন দেখারই ছিল আর সেটাই ছিল ফাইনাল। ভাববেন না যে, আমরা ফাইনালে খারাপ ক্রিকেট খেলেছিলাম, কিছু জিনিস আমাদের মতো হয়নি। তবে অস্ট্রেলিয়া আমাদের থেকে কিছুটা ভালো খেলছিল।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে