স্পোর্টস ডেস্ক : মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে পাঁচবার আইপিএলের শিরোপা জিতেছেন রোহিত শর্মা। ভারতীয় দলেরও অধিনায়ক তিনি। সেই রোহিতকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করেছে মুম্বাই।
তারপর থেকেই রোহিতের দল ছাড়া নিয়ে জল্পনা শুরু হয়েছে। যা আরও উস্কে দিলেন মাইকেল ভন। ইংল্যান্ডের সাবেক এই অধিনায়কের দাবি, মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে রোহিত নাকি চেন্নাই সুপার কিংসে চলে যাবেন।
রোহিতকে নিয়ে তৈরি হওয়া জল্পনা প্রসঙ্গে ভন বলেন, ‘রোহিত কি চেন্নাই দলে চলে যাবে? ধোনির জায়গাটা নেবে? এই বছর রুতুরাজ গায়কোয়াড় অধিনায়ক। এটা হয়তো এক বছরের জন্য করা হয়েছে। রোহিতের জন্য রাখা হয়েছে জায়গাটা। আমি তো চেন্নাই দলে রোহিতকে দেখতে পাচ্ছি।’ তবে কী মুস্তাফিজদের চেন্নাইয়ের এই খবরটি কী সত্যি হতে যাচ্ছে?
মুম্বাই যে রোহিতকে নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছে, সেটাও মানতে পারছেন না ভন। তিনি বলেন, ‘আমি থাকলে রোহিতকেই অধিনায়ক করতাম। হার্দিক মুম্বাই দলে ফিরে এসেছে, সেটাই তো যথেষ্ট ছিল। রোহিত তো ভারতের হয়ে টি-টোয়েন্টি দলকেও নেতৃত্ব দেবে।’ ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার মাইকেল ভন।
রোহিত এবং হার্দিক যদিও একে অপরের বিরুদ্ধে কখনও কোনো কিছু বলেননি। মুম্বাইয়ের বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা গেছে। মাঠেও একে অপরের সঙ্গে কথা বলেন। তবে একটি ম্যাচে রোহিতকে লং অনে ফিল্ডিং করতে পাঠিয়েছিলেন হার্দিক। সেই সময় রোহিতের চোখে মুখে বিরক্তির ছাপ দেখা গিয়েছিল।
অনেকে মনে করছেন, রোহিত সানরাইজার্স হায়দরাবাদে গেলেও বিস্ময়ের কিছু থাকবে না। কারণ রোহিত অতীতে ডেকান চার্জার্সের হয়ে খেলেছেন। দল ছাড়লে সেটা অবশ্য মুম্বাই ভক্ত-অনুরাগীদের কাছে বিষয়টা অত্যন্ত হৃদয়বিদারক হবে।