স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের সামনে রযেছে জিম্বাবুয়ে সফর। আগামী ২৪ তারিখে হারারের উদ্দেশ্যে আফ্রিদিদের উড়াল দেয়ার কথা। এই সফরে বারবারই ভাবাচ্ছিল ওপেনার মোহাম্মদ হাফিজের ইনজুরি। তবে অবশেষে ইনজুরি থেকে হাফিজের মুক্তি মিলেছে।
সম্প্রতি পাকিস্তানের জাতীয় টি-টোয়েন্টি কাপে হাতে ব্যাথা পেয়েছিলেন। ফলে, আগামী ২৪ সেপ্টেম্বর জিম্বাবুয়েগামী পাকিস্তান দলে তার থাকা নিয়ে সৃষ্টি হয়েছিল আশঙ্কা। তবে, সেই শঙ্কার মেঘ কেটে গিয়েছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাচক হারুন রশিদে জানিয়েছেন সোমবার হাফিজের হাতের সেলাই খোলা হয়েছে। আর আরও সুখবর হল তিনি কিছু ব্যাটিং অনুশীলনও করেছেন নেটে।
সূত্র: ডন
২২ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম