মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:৩৭:৫৫

মোহাম্মদ আমির কবে ফিরছেন আন্তর্জাতিক ক্রিকেটে?

মোহাম্মদ আমির কবে ফিরছেন আন্তর্জাতিক ক্রিকেটে?

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের বাঁ হাতি পেসার মোহাম্মদ আমির পাঁচ বছর আগে স্পট ফিক্সিংয়ের দায়ে পাঁচ বছর সবধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন। তবে তার নিষেধাজ্ঞার মেয়াদ গত ১ সেপ্টেম্বর শেষ হলেও পুরো পাকিস্তানে এখনও তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কোন ধরণের গুঞ্জন শোনা যাচ্ছে না। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা বিষয়ে আমির আসলে কি ভাবছেন?

এ প্রসঙ্গে আমির বলেন, এখনই যদি তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা ভাবেন তাহলে তা হবে অপরিণত ভাবনা। তার চেয়ে বরং ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে যাওয়া ভালো। তিনি বলেন, 'এই মুহূর্তে আমার নজর ঘরোয়া ক্রিকেটের দিকে। পাকিস্তানের পক্ষে কবে কখন খেলতে পারবো তা নিয়ে এখন ভাবলে তা হবে অপরিণত। পাকিস্তানের হয়ে কবে খেলতে পারবো তা নিয়ে আমি এখন ভাবছি না। আমি আমার ঘরোয়া ফর্মের দিকে চোখ রেখেছি। তারপর বাকিটা নির্ভর করবে নির্বাচকদের ওপর।'

এছাড়াও ধাপে ধাপে এগিয়ে যেতে চান আমির। নিজেকে তৈরী করতে চান পুরোপুরি। তিনি বলেছেন, 'আমাকে ধাপে ধাপে এগিয়ে যেতে হবে। আন্তর্জাতিক ক্রিকেট অনেক কঠিন। এটা কোনো কৌতুক না। আন্তর্জাতিক ক্রিকেটে অনেক চাপ থাকে। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগে আমাকে নিজেকে পুরোপুরি তৈরি করে নিতে হবে।'

সম্প্রতি কায়েদ-ই-আজম বাছাই ম্যাচে সুই সাউদার্ন গ্যাস কোম্পানির হয়ে জারাই তারাকিয়াতি ব্যাংক লিমিটেডের বিপক্ষে পেয়েছেন সাত উইকেট। ম্যাচের প্রসঙ্গ টেনে আমির বলেছেন, 'আমি খুব সন্তুষ্ট সাত উইকেট পেলাম বলে। নিষেধাজ্ঞার পর এটা ছিল আমার প্রথম চারদিনের ম্যাচ। ফ্ল্যাট উইকেটে এর চেয়ে ভালো কিছু আশা করতে পারতাম না। মনে হচ্ছে দিনে দিনে আমার বোলিংয়ে উন্নতি হচ্ছে। আমার আত্মবিশ্বাসও এখন অনেক বেশি।'
সূত্রঃ ইএসপিএন ক্রিক ইনফো
২২ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে