সোমবার, ১৭ জুন, ২০২৪, ১২:৩০:২২

সুপার এইটে ভারতের গ্রুপেই বাংলাদেশ, কবে কার বিপক্ষে ম্যাচ?

সুপার এইটে ভারতের গ্রুপেই বাংলাদেশ, কবে কার বিপক্ষে ম্যাচ?

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের সুপার এইট মোটামুটি নিশ্চিতই ছিল। কেবল শঙ্কা তৈরি হতো নেপালের বিপক্ষে বড় ব্যবধানে হারলে। ব্যাটাররা অবশ্য দুশ্চিন্তায় ফেলে দিয়েছিলেন। নেপালের বিপক্ষে মাত্র ১০৬ রানে অলআউট হয় বাংলাদেশ।

তবে বোলাররা এই স্বল্প পুঁজিকেই জয়ে পরিণত করেছেন। নেপালকে ৮৫ রানে গুটিয়ে সুপার এইটে নাম লিখিয়েছে বাংলাদেশ।

গ্রুপ পর্বে চার ম্যাচের মধ্যে তিনটিতেই জিতেছে বাংলাদেশ। যেটি হেরেছে, সেটিও মাত্র ৪ রানে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। 'ডি' গ্রুপে দক্ষিণ আফ্রিকা চার ম্যাচের সবকটি জিতে এক নম্বরে। বাংলাদেশ শেষ করেছে দুইয়ে থেকে।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের সাত দল চূড়ান্ত হয়ে গিয়েছিল আগেই। বাকি ছিল শুধু বাংলাদেশ। শেষ দল হিসেবে সুপার এইটে উঠেছে নাজমুল হোসেন শান্তর দল।

সুপার এইটে বাংলাদেশ পড়েছে কঠিন গ্রুপে। তাদের তিন প্রতিপক্ষ ভারত, অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান।

সূচিও বেশ কঠিন। অস্ট্রেলিয়া এবং ভারতের মতো শক্তিশালী দুই দলের বিপক্ষে টানা দুই দিন (২১ এবং ২২ জুন) ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে। এরপর দুদিন বিরতি পাবে টাইগাররা। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ ২৫ জুন।

সুপার এইটের গ্রুপিং

গ্রুপ-১: ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, বাংলাদেশ
গ্রুপ-২: যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশের ম্যাচের সূচি

২১ জুন-বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া (নর্থ সাউন্ড)
২২ জুন-বাংলাদেশ বনাম ভারত (নর্থ সাউন্ড)
২৫ জুন-বাংলাদেশ বনাম আফগানিস্তান (কিংসটাউন)

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে