মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪, ০৪:২৬:২৮

সবচেয়ে বেশি ছক্কা মারা ব্যাটার এখন তিনি

সবচেয়ে বেশি ছক্কা মারা ব্যাটার এখন তিনি

স্পোর্টস ডেস্ক : ছক্কা মারার জন্য বিখ্যাত ছিলেন ক্রিস গেইল। প্রতিপক্ষ, উইকেট যেমনই হোক বল গ্যালারিতে পাঠাতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন তিনি। তাকেও কি না ছাড়িয়ে গেলেন নিকোলাস পুরান! আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে বেশি ছক্কা মারা ব্যাটার এখন তিনি।
 
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামে ওয়েস্ট ইন্ডিজ। আগে ব্যাট করে পুরানের ঝড়ে ৫ উইকেট হারিয়ে ২১৮ রানের সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। ৬ চার ও ৮ ছক্কায় ৫৩ বলে ৯৮ রান করেন তিনি। শেষ অবধি ১০৪ রানের জয় পায় ক্যারিবীয়রা।
 
এই ৮ ছক্কা মারার পথেই গেইলকে ছাড়িয়ে যান পুরান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন ১২৮টি ছক্কা তার, গেইলের ১২৪টি। পুরানের বাইরে সবমিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ছক্কা বেশি আছে কেবল রোহিত শর্মা (১৯৪), মার্টিন গাপ্টিল (১৭৩), জশ বাটলার (১৩০) ও গ্লেন ম্যাক্সওয়েলের (১২৯)।
 
সবমিলিয়ে টি-টোয়েন্টিতে পুরানের ছক্কার সংখ্যা ৫০২। এই রেকর্ডে অবশ্য গেইলের চেয়ে বেশ পিছিয়ে আছেন পুরান। টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ১০৫৬টি ছক্কা গেইলের, পুরানের ৫০২টি। পাঁচশের বেশি ছক্কা আছে কিরোন পোলার্ড, আন্দ্রে রাসেল, কলিন মুনরো ও রোহিত শর্মার।
 
এদিন আজমতউল্লাহ ওমরজাইয়ের করা চতুর্থ ওভারে ৩৬ রান আসে। পঞ্চম বোলার হিসেবে এই লজ্জার রেকর্ডে নাম লেখান ওমরজাই। পুরানের ঝড়ে ভর করে বিশ্বকাপে পাওয়ার প্লে-তে সবচেয়ে বেশি রান করার কৃতিত্ব দেখায় ওয়েস্ট ইন্ডিজ। ছয় ওভারে তারা তোলে ৯২ রান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে